পশ্চিমবঙ্গের রেল বিভাগের বর্তমানে তিন হাজারের বেশি সংখ্যক শূন্য পদে কর্মী নিয়োগ হবে বলে জানা গেছে। সম্প্রতি পূর্ব রেল (Eastern Railway Recruitment 2024) থেকে সম্প্রতি পশ্চিমবঙ্গের বিভিন্ন রেল ডিভিশন যেমন-হাওড়া,শিয়ালদা,আসানসোল মালদা সহ অন্যান্য ডিভিশনে বিভিন্ন ট্রেডে অ্যাপেন্টিস বা শিক্ষানবিস নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে। নিম্নে এই সম্পর্কে বিস্তারিত উল্লেখ করা হয়েছে; আগ্রহী চাকরি প্রার্থীদের সম্পূর্ণ চাকরির খবরটি পড়ে দেখার অনুরোধ রইলো।
▪ পদের নাম ; পূর্ব রেলে মূলত বিভিন্ন ট্রেডে অ্যাপেন্টিস বা শিক্ষানবিস নিয়োগ করা হবে। যেমন-
১) ইলেকট্রিশিয়ান ; ২) মেকানিক; ৩) ফিটার ; ৪) ওয়েল্ডার; ৫) পেইন্টার ও অন্যান্য।
▪ শূন্যপদ সংখ্যাঃ এখানে পূর্ব রেলের সকল ডিভিশন মিলে ৩,৩০০’র বেশি সংখ্যক শূন্যপদের অ্যাপ্রেন্টিস নিয়োগ হবে।
▪ বয়সসীমা : ১৮ থেকে ২৪ বছর বয়সি চাকরি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। তবে হ্যাঁ সরকারি নিয়ম অনুযায়ী অবশ্যই সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ক্ষেত্রে ছাড় দেওয়া হবে।
▪ প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ; মাধ্যমিক পরীক্ষায় অন্ততপক্ষে ৫০ শতাংশ নম্বর পেয়েছেন এবং যাদের সংশ্লিষ্ট পদ অনুযায়ী ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট রয়েছে শুধুমাত্র সেই সমস্ত প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। অর্থাৎ ট্রেড অনুযায়ী ITI সার্টিফিকেট থাকতে হবে।
▪ কিভাবে আবেদন করতে হবে : প্রার্থীদে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইন আবেদন করার লিঙ্ক নিচে দেওয়া হয়েছে। অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে অনলাইন আবেদন করার পূর্বে অবশ্যই অফিশিয়াল বিজ্ঞপ্তির ১১,১২ এবং ১৩ নম্বর পেজ ভালো করে পড়ে নেবেন।
▪ নিয়োগ প্রক্রিয়া ; প্রথমে আবেদনকারী প্রার্থীদের শিক্ষাগত সার্টিফিকেটে প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে একটি মেরিট লিস্ট প্রকাশ করা হবে। সেই লিস্টে যাদের নাম থাকবে তাদের দ্বিতীয় ধাপে ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে নিয়োগ করা হবে।
▪ আবেদনের তারিখ সমূহ ; অ্যাপ্রেন্টিস নিয়োগের ক্ষেত্রে অনলাইন শুরু হবে সেপ্টেম্বর মাসের ২৪ তারিখ এবং অনলাইন আবেদন প্রক্রিয়া চলবে অক্টোবর মাসের ২৩ তারিখ পর্যন্ত।
▪ আবেদনমূল্যঃ SC/ST/PwBD এবং মহিলা প্রার্থীদের এখানে কোনো প্রকার আবেদন মূল্য দিতে হবে না। কিন্তু এই ক্যাটাগরির বাইরে যারা থাকবেন তাদের কিন্তু ১০০ টাকা আবেদনমূল্য হিসাবে দিতে হবে।
▪ আবেদনের জন্য প্রয়োজনীয় লিঙ্ক ;
বিষয় সমূহ | গুরুত্বপূর্ণ লিঙ্ক |
---|---|
আবেদন করুন | ক্লিক করুন |
অফিশিয়াল নোটিশ | Download Now |