যদি আপনার শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র মাধ্যমিক পাস হয়ে থাকে এবং এই শিক্ষাগত যোগ্যতায় যদি আপনার পশ্চিমবঙ্গ পুলিশের (Police) অধীনে চাকরি করার ইচ্ছে থেকে থাকে, তাহলে এবার আপনার সেই ইচ্ছে পূরণ হতে পারে। কারণ সম্প্রতি জানানো হয়েছে এবছরের দুর্গ পুজোর আগেই পশ্চিমবঙ্গ পুলিশের অধীনে ; রাজ্যে কয়েক হাজার শূন্য পদে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করা হবে (civic volunteer recruitment 2024) । সিভিক ভলেন্টিয়ার নিয়োগ সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় নিম্নে উল্লেখ করা হলো।
▪ পদের নাম এবং শূন্য পদ:২০২৪ সালের রাজ্য পুলিশে ১২,০০০’ এর বেশি সংখ্যক শূন্য পদে ‘সিভিক ভলেন্টিয়ার’ নিয়োগ করা হবে।
▪ শিক্ষাগত যোগ্যতা: শুধুমাত্র মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতাতেই রাজ্যের ছেলে এবং মেয়ে চাকরি প্রার্থীরা সিভিক ভলেন্টিয়ার পদের জন্য আবেদন করতে পারেন।
▪ বয়সসীমা: আবেদন করার জন্য আপনার সর্বনিম্ন বয়স হতে হবে ১৮ বছর এবং সর্বোচ্চ ৪০ বছর বয়সে আপনি করতে পারবেন। এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের বয়সের ক্ষেত্রে ছাড় দেওয়া হবে।
▪ মাসিক বেতন: যদিও বেতন সম্পর্কে কিছু বলা হয়নি তবে পশ্চিমবঙ্গে বর্তমানে একজন সিভিক ভলেন্টিয়ার, প্রতি মাসে আনুমানিক ১৫ থেকে ১৭ হাজার টাকা বেতন পেয়ে থাকেন।
▪ নিয়োগ প্রক্রিয়া: এই ভলেন্টিয়ার নিয়োগের ক্ষেত্রে কোন লিখিত পরীক্ষা নেওয়া হবে না শুধুমাত্র ‘Run’ ; মেডিকেল টেস্ট এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের ভিত্তিতে নিয়োগ করা হবে।
▪ আবেদন পদ্ধতি: এখনো আবেদন সম্পর্কে সরকারের তরফ থেকে কিছু জানানো হয়নি। তবে অনুমান করা হচ্ছে পুজোর আগে সিভিক ভলেন্টিয়ার নিয়োগের অনলাইন আবেদন শুরু হবে। যখনই আবেদন শুরু হবে তখনই সেটা আপনারা আমাদের ওয়েবসাইট থেকে জানতে পারবেন।
আবেদন করুন: এখনও শুরু হয়নি ( পুজোর আগে শুধু হবে) ।
আরও পড়ুন: ৩৬,০০০/- টাকা বেতনে meesho তে ওয়ার্ক ফ্রম হোম জবে কর্মী নিয়োগ, যোগ্যতা 12th পাশ।