Wednesday, September 18, 2024

৮১১৩ টি শূন্যপদে, প্রকাশিত হলো ভারতীয় রেল NTPC কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি! অনলাইনে আবেদন চলছে

অবশেষে প্রকাশিত হলো ভারতীয় রেলে NTPC কর্মী নিয়োগ দেয়া। ১৪/০৯/২০২৪ তারিখ থেকে শুরু হয়ে গেল অনলাইন আবেদন প্রক্রিয়া। তাই আপনি যদি রেলের NTPC একেন্সির জন্য অপেক্ষা করেছিলেন তাহলে আপনার জন্য সুখবর। এই প্রতিবেদনে আমরা আলোচনা করবো রেলের NTPC এর নিয়োগ প্রক্রিয়া এবং আবেদন পদ্ধতি সহ বিস্তারিত তথ্য।

 

• পদের নাম এবং শূন্যপদ: এখানে পদের নাম Non technical category

). Chief Commercial cum Ticket Supervisor (১৭৩৬)

২). Station Master ( ৯৯৪)

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

৩). Goods Train Manager (৩১৪৪)

৪). Junior Account Assistant cum typist ( ১৫০৭)

৫). Senior Clerk cum Typist (৭৩২)

Railway NTPC graduate post

• মোট শূন্যপদ সংখ্যা: ৮১১৩ টি শূন্যপদ।

• শিক্ষাগত যোগ্যতা: আবেদনকারীরা এখানে যে কোন স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন পাশ হলেই আবেদন করতে পারবেন। এছাড়াও HS পাশেও RRB NTPC ভ্যাকেন্সি খুব তাড়াতাড়ি বেরোবে।

• মাসিক বেতন: যারা রেলের এই উক্ত পদ গুলোতে চাকরি তাদের বেতন প্রতিমাসে পে লেবেল ৫ থেকে শুরু করে ৭ অব্দি দেওয়া হবে।

 

•বয়সসীমা: ১/০১/২০২৫ অনুযায়ী আবেদনকারীদের বয়স এখানে ১৮ থেকে ৩৬ বছরের মধ্যে হতে হবে। এছাড়াও ST/SC/OBC প্রার্থীরা ৩-৫ বছরের বয়সে ছাড় পেয়ে যাবেন।

• নিয়োগ প্রক্রিয়া: চাকরি প্রার্থীদের এখানে CBT (computer Based test) এর মাধ্যমে পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।

• আবেদন পদ্ধতি এবং শেষ তারিখ: আগ্রহী ও ইচ্ছুক প্রার্থীদের নিচে দেওয়া Apply Now অপশনে ক্লিক করে এরপর নিজেকে registration করে রেলের NTPC পদের জন্য আবেদন করে দিতে হবে।

• আবেদন মূল্য: 

•ST/SC/EWS/female – 250/- টাকা।

• General/OBC – 500/- টাকা।

Railway NTPC application free

• আবেদন করার শেষ তারিখ: ১৩/১০/২০২৪

• আবেদন করুন: Apply Now

Download official notification

• আরও পড়ুন: শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় রাজ্যের বিভিন্ন জেলায় আশা কর্মী নিয়োগ।

INDIA DAY30 Telegram

আপনার জন্য
WhatsApp Logo