উত্তর রেলওয়েতে (North Central Railway) মাধ্যমিক পাস এবং আইটিআই পাস শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে বিভিন্ন ধরনের ট্রেডে অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে। নিম্নে এই অ্যাপ্রেন্টিস নিয়োগ সংক্রান্ত যাবতীয় বিষয় উল্লেখ করা হলো। আগ্রহী চাকরি প্রার্থীরা বিস্তারিত চাকরির খবরটি পড়ে দেখতে পারেন।
▪ পদের নামঃ Act. Apprentice (অ্যাক্ট অ্যাপ্রেন্টিস). অ্যাক্ট অ্যাপ্রেন্টিস হিসাবে ফিটার, ইলেক্ট্রেশিয়ান, ওয়েল্ডার, পেইন্টার, ওয়েল্ডার, ওয়ারম্যান, কার্পেন্টার সহ অন্যান্য পদে নিয়োগ হবে।
▪ শূন্যপদঃ সকল ট্রেড মিলিয়ে উত্তর রেলওয়েতে মোট ১৬৬৯ টি পদে অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে।
▪ বয়সসীমাঃ সর্বনিম্ন ১৫ এবং সর্বোচ্চ ২৪ বছর বয়সী প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। এছাড়াও SC/ST/OBC প্রার্থীদের বয়সের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়।
▪ প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতাঃ আবেদন করার জন্য প্রার্থীকে অন্ততপক্ষে ৫০% নম্বর সহ মাধ্যমিক পাশ করতে হবে এবং সেইসঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে ITI সার্টিফিকেট থাকতে হবে।
▪ নিয়োগ প্রক্রিয়া; নিয়োগের ক্ষেত্রে কোনো লিখিত পরীক্ষা নেওয়া হবেনা। মাধ্যমিকে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেরিট লিস্ট তৈরি করা হবে। তারপর সেই মেরিট লিস্টে যেসব প্রার্থীদের নাম থাকবে তাদের পরবর্তীতে পার্সোনাল ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের ভিত্তিতে নিয়োগ করা হবে।
▪ আবেদন প্রক্রিয়াঃ প্রার্থীদের অনলাইন আবেদন করতে হবে। আবেদন করার জন্য নিম্নলিখিত ধাপ গুলো ফলো করুন।
১) সবার প্রথমে নিচে দেওয়া ‘রেজিস্ট্রেশন করুন’ লিঙ্কে ক্লিক করে অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করুন এবং সেখানে রেজিস্ট্রেশন করে নিন।
২) দ্বিতীয় ধাপে পুনরায় অফিসিয়াল ওয়েবসাইটে লগইন করুন। লগইন করার জন্য নিচে দেওয়া লিংকে ক্লিক করতে পারেন।
৩) তৃতীয় ধাপে নিচে দেওয়া ‘Apply Now’ বাটনে ক্লিক করে, অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করে নিজের পছন্দের পদের জন্য আবেদন করতে পারেন। তবে আবেদন করার পূর্বে অবশ্যই অফিসিয়াল বিজ্ঞপ্তির ৮,৯ এবং ১০ নম্বর পেজ ভালো করে পড়ে নেবেন।
▪ আবেদনের শেষ তারিখঃ সেপ্টেম্বর মাসের ১৬ তারিখ থেকে শুরু করে অক্টোবর মাসের ১৫ তারিখ পর্যন্ত অনলাইন আবেদন করতে পারবেন।
▪ আবেদনের জন্য প্রয়োজনীয় লিঙ্ক ;
বিষয় সমূহ | গুরুত্বপূর্ণ লিঙ্ক |
---|---|
রেজিস্ট্রেশন করুন | ক্লিক করুন |
লগইন করুন | এখানে |
আবেদন করুন | ক্লিক করুন |
অফিসিয়াল নোটিফিকেশন | ডাউনলোড করুন |