LIC (Life Insurance Corporation of India) তে ওয়ার্ক ফর্ম হোম জবে কর্মী নিয়োগ। আপনি যদি HS অর্থাৎ উচ্চমাধ্যমিক পাশ হয়ে থাকেন তাহলে আপনার জন্য সুখবর। মাসিক ১৬,০০০/- টাকা বেতনে LIC তে ওয়ার্ক ফর্ম হোম জবে কর্মী নিয়োগ হতে চলেছে। তাই আপনি যদি এতে আগ্রহী থাকেন শেষ পর্যন্ত পড়ুন আমাদের এই প্রতিবেদনটি।
• পদের নাম: এখানে LIC এর উক্ত পদের নামটি হচ্ছে insurance Agent
• শূন্যপদ সংখ্যা: এখানে মোট শূন্যপদের সংখ্যা রয়েছে ৫০ টি।
• শিক্ষাগত যোগ্যতা: আবেদনকারীরা এখানে ন্যূনতম উচ্চমাধ্যমিক পাশ যোগ্যতা অর্জন করা থাকলেই আবেদন করতে পারবেন।
• কাজের ধরন: ওয়ার্ক ফ্রম হোম জব।
• মাসিক বেতন: বিজ্ঞপ্তিতে মাসিক বেতন উল্লেখ না থাকলেও এখানে যারা চাকরি পাবেন তাদের ১৬,০০০/- টাকা বেতন দেওয়া হবে।
• বয়সসীমা: বয়স ১৮ থেকে ৪৫ বছরের প্রার্থীরা এখানে আবেদনের যোগ্য।
•কাজের বিবরণ: এখানে বীমা পণ্য বিক্রয় এবং বিপণন প্রতিষ্ঠানের বাজার গবেষণা এবং গ্রাহকদের বিক্রয়োত্তর সেবা প্রদান করা।
• আবেদন পদ্ধতি এবং শেষ তারিখ:
১) প্রথমে আবেদনকারীদের নিচে দেওয়া Apply Now অপশনে ক্লিক করতে হবে।
২) এরপর NCS পোর্টালে থেকে ফের Apply Now অপশনটিতে ক্লিক করে দিতে হবে।
৩) এরপর New user অপশনে ক্লিক করে PAN card এর তথ্য দিয়ে registration করে উক্ত পদের জন্য আবেদন করে দিতে হবে।
• আবেদন মূল্য: free/-
• আবেদন করার শেষ তারিখ: ৮/১০/২০২৪।
• আবেদন করুন: Apply Now
• আরও পড়ুন: HS পাশে কলকাতা সায়েন্স সিটিতে কর্মী নিয়োগ।