আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন তাহলে আপনার জন্য সুখবর। করণ সম্প্রতি কলকাতা পুলিশে ডাটা এন্ট্রি অপারেটর সহ আরও বিভিন্ন পদে প্রচুর পরিমাণে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যেখানে নূন্যতম শিক্ষাগত যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন চাকরি-প্রার্থীরা। তাই আপনি যদি কলকাতা পুলিশে চাকরি করতে চান জেনে নিন আবেদন পদ্ধতি সহ বিস্তারিত তথ্য।
পদের নাম: এখানে পদের নামগুলো হচ্ছে;
১) Data Entry Operator (১১টি)
২) Software Support Personnel ( ২৫ টি)
৩) System Administrator (০১টি)।
৪) Software Developer (০৭টি)
৯) Security and Network Administrator ( ০৮টি)
১০) Senior Software Developer (০২টি)
• মোট শূন্যপদ সংখ্যা: ৫৪ টি।
• শিক্ষাগত যোগ্যতা: আবেদনকারীরা এখানে ডাটা এন্ট্রি অপারেটর পদের জন্য গ্রাজুয়েশন পাশ এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপর সার্টিফিকেট থাকলে আবেদন করতে পারবেন। এছাড়াও বাকি পদ গুলোর জন্য উক্ত ফিল্ড রিলেটেড যোগ্যতা চাওয়া হয়েছে। বিস্তারিত তথ্যের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন।
• মাসিক বেতন:
• data entry operator – 16,000/-
• Software Support Personnel – 21,000/-
• System Administrator – 29,000/-
• Software Developer – 33,000/-
• Security and Network Administrator – 37,000/-
• Senior Software Developer – 40,000/-
• বয়সসীমা: উক্ত পদগুলোতে আবেদন করার জন্য চাকরিদের বয়স চাওয়া হয়েছে ১৮ বছর থেকে ২৫ বছরের ঊর্ধ্বে।
• নিয়োগ প্রক্রিয়া: আবেদনকারীদের এখানে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি এবং শেষ তারিখ: ইচ্ছুক চাকরিপ্রার্থীদের নিচে দেওয়া Apply Now অপশনে ক্লিক করে অনলাইনে নিজের আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। যদি আবেদন প্রক্রিয়াতে কোন প্রকার কোন ভুল থাকে তাহলে সেই আবেদন ফর্ম বাতিল করে দেয় হবে।
• আবেদন মূল্য – free/-
• আবেদন করুন:
• ডাটা এন্ট্রি অপারেটর: (Apply Now)
• অন্যান্য পদ: (Apply Now)
Download official notification
আবেদন করার শেষ তারিখ: ১৮/১০/২০২৪
আরও পড়ুন: LIC তে ওয়ার্ক ফ্রম হোম জবে কর্মী নিয়োগ, যোগ্যতা 12th পাশ।