Saturday, December 21, 2024

উচ্চমাধ্যমিক পাশ যোগ্যতা, রেলের টিকিট কালেক্টর পদে প্রচুর কর্মী নিয়োগ! জানুন আবেদন পদ্ধতি

রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফে পশ্চিমবঙ্গের বিভিন্ন রেল ডিভিশন যেমন কলকাতা,মালদা এবং শিলিগুড়িতে খুবই কম শিক্ষাগত যোগ্যতায় টিকেট ক্লার্ক নিয়োগ করা হবে বলে জানা গেছে। এই নিয়ে ইতিমধ্যে অফিশিয়াল বিজ্ঞপ্তিও প্রকাশিত হয়েগেছে। পশ্চিমবঙ্গের যে সমস্ত সরকারি চাকরি প্রার্থীরা টিকেট ক্লার্ক হিসেবে চাকরি করতে ইচ্ছুক ; তাদের জন্য আজকেই চাকরির খবর। নিম্নে এই সম্পর্কে বিস্তারিত উল্লেখ করা হলো।

Railway job notice

পদের নাম: Ticket Clerk (টিকেট ক্লার্ক).

শূন্যপদ সংখ্যাঃ

• কলকাতা ডিভিশনে ১১৮টি

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

• শিলিগুড়িতে ৩৯টি

• মালদায় ১২টি

মোট ১৬৯ জন টিকeট ক্লার্ক নিয়োগ হবে।

▪ বয়সসীমা: ১৮ থেকে ৩২ বছর প্রার্থীরা এখানে আবেদনযোগ্য। এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী অবশ্যই সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ক্ষেত্রে ছাড় দেওয়া হবে।

▪ শিক্ষাগত যোগ্যতা: উচ্চমাধ্যমিক পরীক্ষায় অন্ততপক্ষে ৫০ শতাংশ নম্বর পেয়েছেন শুধুমাত্র সেই সমস্ত প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।

▪ নিয়োগ প্রক্রিয়া:  আবেদনকারী প্রার্থীদের দুটি ধাপে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা নেওয়ার মাধ্যমে নিয়োগ করা হবে।

▪ আবেদনের তারিখের তারিখ: অনলাইন শুরু হয়েছে। সেপ্টেম্বর মাসের ২১ তারিখ এবং অনলাইন আবেদন প্রক্রিয়া চলবে অক্টোবর মাসের ২০ তারিখ পর্যন্ত।

▪ আবেদনমূল্য: SC/ST/PwBD এবং মহিলা প্রার্থীদের এখানে ২০০ টাকা এবং এই ক্যাটাগরির বাইরে যারা থাকবেন তাদের ৫০০ টাকা আবেদনমূল্য দিতে হবে।

▪ আবেদন মূল্য: প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। অনলাইন আবেদন সম্পর্কে অফিসিয়াল বিজ্ঞপ্তির ২৭ নম্বর পেজে বিভিন্ন গাইডলাইন দেওয়া হয়েছে। তাই অনলাইন আবেদন করার পূর্বে অবশ্যই অফিশিয়াল বিজ্ঞপ্তির ২৭,২৮ নম্বর পেজ ভালো করে পড়ে নেবেন।
আবেদন করার জন্য নিম্নলিখিত ধাপ গুলো ফলো করুন।

১) সবার প্রথমে নিচে দেওয়া ‘রেজিস্ট্রেশন করুন’ লিঙ্কে ক্লিক করে অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করুন এবং সেখানে রেজিস্ট্রেশন করে নিন।

) দ্বিতীয় ধাপে পুনরায় অফিসিয়াল ওয়েবসাইটে লগইন করুন। লগইন করার জন্য নিচে দেওয়া লিংকে ক্লিক করতে পারেন।

৩) তৃতীয় ধাপে নিচে দেওয়া ‘Apply Now’ বাটনে ক্লিক করে, অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করে নিজের পছন্দের পদের জন্য আবেদন করতে পারেন।

▪ আবেদনের জন্য প্রয়োজনীয় লিঙ্ক ;

Official Website: ভিজিট করুন

বিষয় সমূহ গুরুত্বপূর্ণ লিঙ্ক
রেজিস্ট্রেশন করুন ক্লিক করুন
লগইন করুন এখানে

INDIA DAY30 Telegram

আপনার জন্য
WhatsApp Logo