Wednesday, January 15, 2025

নিকটবর্তী ব্রাঞ্চে পোস্টিং, IDFC ব্যাংকে অসংখ্য শূন্য পদে কর্মী নিয়োগ! ছেলে-মেয়ে উভয়েই আবেদন

চাকরি-প্রার্থীদের জন্য আনন্দের সংবাদ। ভারতের অন্যতম একটি বেসরকারি ব্যাংক তথা IDFC first ব্যাংকে ফের একবার কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যারা এখান চাকরি পাবেন তাদের নিকটবর্তী IDFC bank এর ব্রাঞ্চে পোস্টিং হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তাই আপনি যদি IDFC ব্যাংকে নিজের ক্যারিয়ার গড়তে চান তাহলে শেষ পর্যন্ত পড়ুন আমাদের এই প্রতিবেদনটি। এখানে ছেলে-মেয়ে উভয়েই আবেদন করতে পারবেন।

 

• পদের নাম: উক্ত IDFC ব্যাংকের পদের নামটি হচ্ছে Associate Manager।

• মাসিক বেতন: যারা এই পদে চাকুরী পাবেন তাদের মাসে বেতন ২৫,০০০/- টাকা থেকে ৩৫,০০০/- টাকা দেওয়া হবে IDFC bank এর তরফ থেকে।

• শিক্ষাগত যোগ্যতা: আপনি যদি দেশের যে কোন স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে নূন্যতম গ্রাজুয়েশন ডিগ্রী অর্জন করে থাকে তাহলেই আপনি IDFC ব্যাংকের Associate Manager পদের জন্য আবেদন করতে পারবেন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

 

• বয়সসীমা: ২১ বছরের ঊর্ধ্বে ব্যক্তিরা উক্ত পদের জন্য আবেদন করতে পারবেন এখানে।

• জব রোল: আবেদন করার সময় আপনি IDFC ব্যাংকের উক্ত পেজ থেকে এই বিষয় বিস্তারিত তথ্য পেয়ে যাবেন।

•জব লোকেশন: যেহেতু IDFC ব্যাংকের উক্ত পদটি Branch Banking ডিপার্টমেন্টের, তাই যারা এখানে চাকরি পাবেন তাদের নিকটবর্তী IDFC ব্যাংকের ব্রাঞ্চে পোস্টিং হবে।

• নিয়োগ প্রক্রিয়া: 

). Submit application from

). Shortlisting candidate

৩). HR round interview

.) Selection process

আবেদন পদ্ধতি এবং শেষ তারিখ: আগ্রহীদের নিচে দেওয়া Apply Now অপশনে ক্লিক করে অনলাইনে নিজের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। তবে আবেদন করার সময় উক্ত পদ অনুযায়ী নিজের একটি updated CV বানিয়ে আপলোড করবেন তাতে shortlisting হাওয়ার সম্ভাবনা বেশি থাকবে।

• আবেদন করুন: Apply Now

• আবেদন করার শেষ তারিখ: ASAP

আরও পড়ুন: ভারতীয় রেলে NTPC নিয়োগ, জেনে নিন আবেদনের তারিখ।

• বিঃদ্রঃ – INDIA DAY30 শুধুমাত্র একটি চাকরির খবরের পোর্টাল, কোন চাকরি প্রদানকারী সংস্থা নয়। আমাদের কাজ বিভিন্ন সরকারি অথবা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি ভ্যাকেন্সি বের হলে তা আপনাদের সামনে তুলে ধরা। তাই চাকরি না পেয়ে কেউ আমাদের উপর রাগ অভিমান করলে আমাদের কিছুই করার নেই। কারণ উক্ত কোম্পানির সাথে আমাদের কোন সম্পর্ক নেই।

INDIA DAY30 Telegram

আপনার জন্য
WhatsApp Logo