বিনামূল্যে প্রশিক্ষণ দিয়ে চাকরি, কানাড়া ব্যাঙ্কে ৩,০০০ শুন্যপদে কর্মী নিয়োগ! জানুন আবেদন পদ্ধতি

বিনামূল্যে প্রশিক্ষণ দিয়ে কর্মী নিয়োগ করেছে কানাড়া ব্যাংক (Canara Bank Recruitment)। অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে ৩,০০০ শূন্যপদে কলকাতা সহ ভারতের বিভিন্ন রাজ্য এই নিয়োগ করতে চলেছে কানাড়া ব্যাংক। শুধুমাত্র তাই নয় প্রশিক্ষণ চলাকালীন মিলবে মাসিক স্টাইপেন্ড। তাই আপনি যদি কানাড়া ব্যাংক চাকরি করতে চান তাহলে বিস্তারিত তথ্য জেনে নিন আজকের এই প্রতিবেদন থেকে।

 

• পদের নাম: এখানে কানাড়া ব্যাংকের উক্ত পদের নামটি হচ্ছে apprentice (শিক্ষানবিশ)।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

• শূন্যপদ সংখ্যা: মোট শূন্যপদ সংখ্যা হচ্ছে ৩ হাজার।

• পশ্চিমবঙ্গ – ১১০ টি

• অসাম – ৩০ টি।

• শিক্ষাগত যোগ্যতা: চাকরি-প্রার্থীরা এখানে যে কোন স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন পাশ হলেই আবেদন করতে পারবেন। পশ্চিমবঙ্গের বাসিন্দা হলে বাংলা জানতে হবে।

•বয়সসীমা: আবেদনকারীদের বয়স ০১/০৯/১৯৯৬ হতে ০১/০৯২০২৪ এর মধ্যে ২০ থেকে ২৮ বছর হতে হবে। এছাড়াও ST/ST/OBC প্রার্থীরা বয়সের ছাড় পেয়ে যাবেন।

• মাসিক বেতন: এটি একটি শিক্ষানবিশ পদ তাই ট্রেনিং চলাকালীন প্রার্থীদের এখানে ১৫,০০০/- টাকা প্রতিমাসে স্টাইপেন্ড দেওয়া হবে।

 

• নিয়োগ প্রক্রিয়া: 

• Merit Basis Recruitment

• document verification

• আবেদন মূল্য: 

• ST/SC – free/-

• General/OBC – 500/- টাকা।

• আবেদন করার শেষ তারিখ: ১৪/১০/২০২৪।

আবেদন করুন: Apply Now

Download official notification

Update update Merit list.

আরও পড়ুন: ভারতীয় রেলে ১১ হাজার শূন্যপদে NTPC কর্মী নিয়োগ।

INDIA DAY30 Telegram

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment