কেন্দ্রীয় ক্যাবিনেট মিনিস্টার সচিবালয়ে স্নাতক পাস শিক্ষাগত যোগ্যতায় ডেপুটি ফিল্ড অফিসার পদে চাকরি খালি রয়েছে। এই নিয়ে সম্প্রতি যোগ্য প্রার্থীদের উক্ত পদে আবেদন করার অনুরোধ করা হয়েছে। এই নিয়োগ সম্পর্কে নিম্নে বিস্তারিত উল্লেখ করা হলো। আগ্রহী চাকরি প্রার্থীরা সম্পূর্ণ চাকরির খবরটি পড়ে দেখতে পারেন।
▪ পদের নাম ; ডেপুটি ফিল্ড অফিসার পদে নিয়োগ করা হবে।
▪ শূন্যপদ সংখ্যাঃ সর্বমোট ১৬০ টি শুন্য পদে ডেপুটি ফিল্ড অফিসার নিয়োগ করা হবে।
▪ বয়সসীমা : সর্বনিম্ন ১৮ এবং সর্বোচ্চ ৩০ বছর বয়সী প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।
▪ প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ; B.Tech/ M.Sc করা প্রার্থীদের পাশাপাশি বিজ্ঞান বা কোনো টেকনিক্যাল শাখায় স্নাতক পাস করা প্রার্থীরাও এখানে আবেদন করতে পারবেন।
▪ মাসিক বেতনঃ ডেপুটি ফিল্ড অফিসার হিসাবে মাসিক ৯৫,০০০ টাকা বেতন পাবেন।
▪ নিয়োগ প্রক্রিয়া ; প্রার্থী নিয়োগের ক্ষেত্রে কোন লিখিত পরীক্ষা নেওয়া হবে না। GATE পরীক্ষায় প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে প্রার্থীদের বাছাই করে ইন্টারভিউ’র জন্য ডাকা হবে। এবং সেই ইন্টারভিউতে পাশ করলেই চাকরি।
▪ আবেদনের তারিখ সমূহ ; সেপ্টেম্বর মাসের ২১ তারিখ থেকে শুরু করে অক্টোবর মাসের ২১ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে।
▪ আবেদন প্রক্রিয়াঃ আবেদনে ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীদের অফলাইন আবেদন করতে হবে। আবেদন করার জন্য-
১) সবার প্রথমে নিচে দেওয়া আবেদন পত্র ডাউনলোড করার লিংকে ক্লিক করে আবেদন পত্রটি ডাউনলোড করে তার প্রিন্ট আউট বের করে নিন।
২) দ্বিতীয় ধাপে আবেদন পত্রটি সঠিক তথ্য সহ পূরণ করুন।
৩) তৃতীয় ধাপে আবেদন পত্রের সঙ্গে নিজের গুরুত্বপূর্ণ নথিপত্রের জেরক্স কপি যুক্ত করুন।
৪) সবশেষে আবেদন পত্রটি মুখ বন্ধ খামে ভরে নিম্নলিখিত ঠিকানায় পাঠিয়ে দিন।
▪ আবেদন পত্র পাঠানোর ঠিকানাঃ Post Bag No. 001, Lodhi Road Head Post Office, New Delhi-110003.
▪ আবেদনের জন্য প্রয়োজনীয় লিঙ্ক ;
বিষয় সমূহ | গুরুত্বপূর্ণ লিঙ্ক |
---|---|
আবেদনপত্র + বিজ্ঞপ্তি PDF | Download Now |
অফিশিয়াল ওয়েবসাইট | দেখুন |