ভারত পেট্রোলিয়ামে শুধুমাত্র স্নাতক পাশে ফ্রেসার্স বা অ্যাপ্রেন্টিস নিয়োগ শুরু হয়েছে। পশ্চিমবঙ্গের বেসরকারি চাকরি প্রার্থীদের জন্য এটা একটা বিরাট বড় সুযোগ ভালো বেতনের চাকরি পাওয়ার। নিম্নে ভারত পেট্রোলিয়ামে কর্মী নিয়োগ সংক্রান্ত সকল গুরুত্বপূর্ণ বিষয় বিস্তারিত উল্লেখ করা হলো।
▪ পদ এবং শূন্যপদ সংখ্যাঃ BPCL থেকে ১৭৫টির বেশি সংখ্যক শূন্যপদে শিক্ষানবিস বা অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে।
▪ মাসিক বেতনঃ গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসদের এখানে মাসিক ১৮,০০০ টাকা অন্যদিকে ডিপ্লোমা অ্যাপ্রেন্টিসদের মাসিক স্টাইপেন্ড হিসাবে ২৫,০০০ টাকা দেওয়া হবে।
▪ বয়সসীমাঃ ১৮ বছর থেকে ২৭ বছর বয়সী প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।
▪ প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতাঃ B.Sc, B.Com, BBA, B.Tech, ইত্যাদিতে গ্র্যাজুয়েট এবং যারা ইঞ্জিনিয়ারিং’এ ডিপ্লোমা করা প্রার্থীরা আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে অফিশিয়াল নোটিশ চেক করুন। নোটিস আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয়েছে।
▪ আবেদন প্রক্রিয়াঃ প্রার্থীদের ‘National Apprenticeship Training Scheme (NATS)’ এর অফিশিয়াল ‘পোর্টাল’ থেকে অনলাইন আবেদন করতে হবে। আবেদন করার জন্য নিম্নলিখিত ধাপ গুলো ফলো করুন।
১) সবার প্রথমে নিচে দেওয়া ‘রেজিস্ট্রেশন করুন’ লিঙ্কে ক্লিক করে অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করুন এবং সেখানে রেজিস্ট্রেশন করে নিন।
২) দ্বিতীয় ধাপে পুনরায় অফিসিয়াল ওয়েবসাইটে লগইন করুন। লগইন করার জন্য নিচে দেওয়া লিংকে ক্লিক করতে পারেন।
৩) তৃতীয় ধাপে নিচে দেওয়া ‘Apply Now’ বাটনে ক্লিক করে, অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করে নিজের পছন্দের পদের জন্য আবেদন করতে পারেন।
▪ আবেদন করার পূর্বে অবশ্যই অফিসিয়াল বিজ্ঞপ্তির ৮ নম্বর পেজ ভালো করে পড়ে নেবেন।
▪ আবেদনের শেষ তারিখঃ সেপ্টেম্বর মাসের ৩০ তারিখ পর্যন্ত অনলাইন আবেদন করতে পারবেন।
▪ নিয়োগ প্রক্রিয়া ; নিয়োগের ক্ষেত্রে কোনো লিখিত পরীক্ষা নেওয়া হবেনা। প্রার্থীদের প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেরিট লিস্ট তৈরি করা হবে। তারপর সেই মেরিট লিস্টে যেসব প্রার্থীদের নাম থাকবে তাদের পরবর্তীতে পার্সোনাল ইন্টারভিউ এবং মেডিক্যাল টেস্টের ভিত্তিতে নিয়োগ করা হবে।
▪ আবেদনের জন্য প্রয়োজনীয় লিঙ্ক ;
বিষয় সমূহ | গুরুত্বপূর্ণ লিঙ্ক |
---|---|
রেজিস্ট্রেশন করুন | ক্লিক করুন |
লগইন করুন | এখানে |
অফিশিয়াল ওয়েবসাইট | এখানে |