ন্যূনতম শিক্ষাগত যোগ্যতায় Air India’তে প্রচুর শূন্য পদে কর্মী নিয়োগ। হাঁ ঠিকই শুনেছেন। মাসিক ২৭,০০০/- টাকা বেতনে কলকাতা সহ ভারতের আরও বিভিন্ন শহরে প্রচুর শূন্য কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে Air India এর তরফ থেকে। তাই আপনি যদি Air India তে চাকরি করতে আগ্রহী হয়ে থাকেন শেষ পর্যন্ত পড়ুন আমাদের এই প্রতিবেদনটি।
• পদের নাম: এখানে Air India এর উক্ত পদের নাম হচ্ছে;
১). Regional Securityo Fficer (১ বছরের কাজের অভিজ্ঞতা)
২). Assistants upervisor security (কোন অভিজ্ঞতা লাগবেনা)
• শূন্যপদ: দুটি পদ মিলিয়ে এখানে প্রায় শূন্যপদ সংখ্যা রয়েছে ৭৬ টি। যার মধ্যে শুধুমাত্র কলকাতা লোকেশন রয়েছে ১১ টি এবং মুম্বাই লোকেশনে রয়েছে ১৩ টি।
• শিক্ষাগত যোগ্যতা: আবেদনকারীরা এখানে যে কোন স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন ডিগ্রী অর্জন করা থাকলেই এখানে আবেদন করা যাবে। এছাড়াও X-serviceman যারা আছেন তারাও আবেদন করার সুযোগ পাবেন।
• মাসিক বেতন:
• Regional Securityo Fficer – পদের বেতন ৪৭,৬২৫/- টাকা।
• Assistants upervisor security – পদের বেতন ২৭,৯৪০/- টাকা।
• বয়সসীমা (Age Limit):
• Regional Securityo Fficer – বয়স ১৮- ৪০ বছর।
• Assistants upervisor security – বয়স ১৮ থেকে ৩৫ বছর।
• নিয়োগ প্রক্রিয়া: আবেদনকারীদের এখানে অনলাইন ফর্ম ফিলাপের পর ইন্টারভিউ এবং তাদের শারীরিক মাপকাঠির ভিত্তিতে মাধ্যমে তাদের নিয়োগ করা হবে।
• শারীরিক মাপকাঠি (উচ্চতা):
• মহিলা – ১৫৪.৫ সেন্টিমিটার
• পুরুষ – ১৬৩ সেন্টিমিটার।
আবেদন পদ্ধতি এবং শেষ তারিখ: ইচ্ছুক ও যোগ্য প্রার্থীদের নিচে দেওয়া Apply Now লিংকে ক্লিক করে নিজের প্রয়োজনীয় তথ্য দিয়ে সময়ের আগে অনলাইন এপ্লিকেশন ফর্মটি Submit করে দিতে হবে।
• আবেদন করুন: Apply Now
• Download official notification
• আবেদন করার শেষ তারিখ: ২৪/০৯/২০২৪ তারিখ।
আরও পড়ুন: পশ্চিমবঙ্গে ৩৫,৪০০ টাকা বেতনে স্টেশন মাস্টার ও সিনিয়র ক্লার্ক নিয়োগ।