দীর্ঘ প্রতীক্ষার পর পশ্চিমবঙ্গ পুলিশের (WB police recruitment 2024) তরফ থেকে নতুন কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেখানে মাসিক বেতন ৩৩,০০০/- টাকা থেকে শুরু করে আরও উচ্চ বেতনের মাইনে মিলবে। তাই আপনি যদি পশ্চিমবঙ্গ পুলিশে চাকরি করতে চান এর জন্য জেনে নিন শিক্ষাগত যোগ্যতা এবং আবেদন পদ্ধতি।
• পদের নাম: পশ্চিমবঙ্গ পুলিশের প্রকাশিত পদ গুলো হচ্ছে;
১). Senior Software Developer (১ টি)
২).Software Developer (১ টি)
৩). System Administrator (১ টি)
• শূন্যপদ: মোট শূন্যপদ সংখ্যা ৩ টি।
• শিক্ষাগত যোগ্যতা:
• Senior Software Developer ( 1st Class MCA/M.Sc. in IT/Computer Science or BE/B.Tech. in IT/Computer Science সাথে ৫ বছরের অভিজ্ঞতা।
• Software Developer (1st Class MCA/M.Sc. in IT/Computer Science or BE/B.Tech. in IT/Computer Science)
• System Administrator ( B.Tech/BE/MCA/M.Sc. with OEM L2 Certification on System/Server-Linux or Windows)
• মাসিক বেতন: পদ অনুযায়ী এখানে মাসিক বেতন ভিন্ন ভিন্ন। যা আপনি নিচে থেকে দেখে নিতে পারেন।
• বয়সসীমা: এখানে ১৮ বছরের উর্ধ্বে হলেই আবেদন করা যাবে। যদিও বয়সের কোনো সীমা উল্লেখ করা হয়নি অফিসার নোটিফিকেশনে।
• কোথা থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে?: WEST BENGAL POLICE DIRECTORATE, BHABANI BHAWAN, KOLKATA-27 এর পক্ষ থেকে।
• আবেদন পদ্ধতি এবং শেষ তারিখ: যোগ্যতা চাকরি-প্রার্থীদেরকে নিচে দেওয়া Apply Now অপশনে ক্লিক করে ধাপে ধাপে অনলাইনে ফরমটি পূরণ করে দিতে হবে।
আবেদন করার শেষ তারিখ: ২৩/০৮/২০২৪
• আবেদন মূল্য: No application fees
• নিয়োগ প্রক্রিয়া:
• Online Test/ Written Test
• Practical
• interview
• আবেদন করুন: Apply Now
Download official notification
আরও পড়ুন: বছরে ১২ লক্ষ টাকা বেতনে Jio তে ওয়ার্ক ফ্রম হোম জবে কর্মী নিয়োগ।