মাধ্যমিক পাশ যোগ্যতা, রাজ্যের আইনি দপ্তরে ডাটা এন্ট্রি অপারেটর ও ক্লার্ক পদে কর্মী নিয়োগ! বেতন ১৮,০০০/- টাকা

জেলার আইনি পরিষেবা দপ্তরের অফিস থেকে শুধুমাত্র মাধ্যমিক পাস এবং স্নাতক পাস শিক্ষাগত যোগ্যতায়,আলাদা আলাদা পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যারা কম শিক্ষাগত যোগ্যতায় ভালো বেতনের সরকারি চাকরি করতে চান তাদের সকলকে অনুরোধ আজকের এই সরকারি খবরটি সম্পূর্ণ পড়ে দেখুন। নিম্নে প্রতিটি পদের নাম, আবেদনের যোগ্যতা; বয়সসীমা ; মাসিক বেতনসহ আবেদন পদ্ধতি বিস্তারিত উল্লেখ করা হলো।

 

▪ পদের নাম: অফিস অ্যাসিস্টেন্ট / রিসেপসেনিস্ট /ক্লার্ক কাম ডেটা এন্ট্রি অপারেটর (টাইপিস্ট)

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

• মাসিক বেতন: ১৮,০০০

• শূন্যপদ সংখ্যা: প্রতিটি পদের জন্য এখানে একটি করে শূন্য পদ রয়েছে।

• বয়সসীমা: সর্বনিম্ন বয়স ১৮ বছর এবং সর্বোচ্চ ৪০ বছরে আবেদন করা যাবে।

যোগ্যতা: প্রার্থীকে অন্ততপক্ষে স্নাতক পাস হতে হবে এবং সেই সঙ্গে তার কম্পিউটার সার্টিফিকেটের পাশাপাশি ভালো টাইপিং স্পিড থাকতে হবে।

 

▪ পদের নাম: অফিস পিওন / মুন্সি / অ্যাটেনডেন্ট

মাসিক বেতন: ১৩,৭৫০ টাকা

শূন্যপদ সংখ্যা ; ৩টি

• বয়সসীমা: সর্বনিম্ন বয়স ১৮ বছর এবং সর্বোচ্চ ৪০ বছরে আবেদন করা যাবে।

• যোগ্যতা: শুধুমাত্র মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা থাকলেই আবেদন করতে পারবেন।

 

আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীদের অফিসিয়াল বিজ্ঞপ্তির চার নম্বর পেজ থেকে আবেদনপত্র প্রথমে ডাউনলোড করে নিয়ে তার প্রিন্ট আউট বের করে নিতে হবে। এরপর তা পূরণ করে PDF format এ নিচে দেওয়া ঠিকানায় পোস্ট অফিসের মাধ্যমে পাঠিয়ে দিতে হবে নিজের শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেটের জেরক্স সহ।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: District Legal Services Authority, Howrah, ADR Centre, 4/B Hrishi Bankim Chandra Road, Post Office- Howrah, Pin-711101

▪ আবেদনের তারিখ:আগস্ট মাসের ২৩ তারিখ পর্যন্ত।

▪ নিয়োগ প্রক্রিয়া: প্রার্থীদের মূলত পার্সোনাল ইন্টারভিউ এবং স্কিল টেস্টের ভিত্তিতে নিয়োগ করা হবে। এবার আপনাদের কোথায়,কবে ইন্টারভিউ নেওয়া হবে ; পরীক্ষা কবে হবে সেই সম্পর্কিত যাবতীয় তথ্য আপনারা নিম্নলিখিত ওয়েবসাইটে এবং আপনাদের ইমেইলের মাধ্যমে জানতে পেরে যাবেন।

Update about admit card

Download official notification

আরও পড়ুন: সরাসরি ইন্টারভিউ দিয়ে Infosys এ কর্মী নিয়োগ।

INDIA DAY30 Telegram

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment