পশ্চিমবঙ্গের যে সমস্ত সরকারি চাকরি প্রার্থীরা কোনো একটা ভালো বেতনের চাকরির খোঁজে রয়েছেন,তাদের সকলকে অনুরোধ করবো আজকে চাকরি খবরটা পড়ে দেখার। কারণ সম্প্রতি জেলা জজের আদালতে কিন্তু কোনরকম কোনো কাজের অভিজ্ঞতা ছাড়াই নতুনদের জন্য,অষ্টম শ্রেণী,মাধ্যমিক এবং স্নাতক পাস শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে কর্মী নিয়োগ শুরু হয়েছে। নিম্নে ডিস্ট্রিক্ট আদালতে কোন কোন পদে নিয়োগ হচ্ছে, সেই পদের মাসিক বেতন, বয়সসীমা, প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা এবং আবেদন পদ্ধতি বিস্তারিতভাবে উল্লেখ করা হলো।
▪ পদের নাম: ডিস্ট্রিক্ট জজের আদালতে- মূলত ইংলিশ টেলিগ্রাফার ; লোয়ার ডিভিশন এবং আপার ডিভিশন ক্লার্ক ; প্রসেস সার্ভার এবং গ্রুপ ডি লেভেলের নাইট গার্ড ; Farash এবং পিয়ন নিয়োগ হবে।
নিম্নে প্রতিটি পদ অনুযায়ী শূন্যপদ সংখ্যা,যোগ্যতা, বয়সসীমা এবং মাসিক বেতন উল্লেখ করা হলো।
▪ Lower Division Clerk পদের ক্ষেত্রে
• মাসিক বেতন: সর্বনিম্ন 22,700/ টাকা এবং সর্বোচ্চ 58,500/ টাকা
• শূন্যপদ সংখ্যা ; 32
• বয়সসীমা : সর্বনিম্ন বয়স 18 বছর এবং সর্বোচ্চ 45 বছর।
• যোগ্যতা: প্রার্থীকে অন্ততপক্ষে মাধ্যমিক পাস হতে হবে এবং সেই সঙ্গে তার কম্পিউটার সার্টিফিকেটের পাশাপাশি ভালো টাইপিং স্পিড থাকতে হবে।
▪ Upper Division Clerk পদের ক্ষেত্রে;
• মাসিক বেতন : সর্বনিম্ন 28,900/- টাকা এবং সর্বোচ্চ 74,500/ টাকা
• শূন্যপদ সংখ্যা ; 7
• বয়সসীমা : সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 32 বছর। এছাড়াও SC/ST & OBC প্রার্থীদের বয়সের ক্ষেত্রে ছাড় দেওয়া হবে।
• যোগ্যতা ; যেকোনো শাখায় স্নাতক বা গ্র্যাজুয়েট হতে হবে এবং সেই সঙ্গে অন্ততপক্ষে ছয় মাসের কম্পিউটার কোর্স করা থাকতে হবে।
▪ English Stenographer পদের জন্য;
• মাসিক বেতন : 32,100/ টাকা সর্বনিম্ন এবং সর্বোচ্চ 82,900/- টাকা।
• শূন্যপদ সংখ্যা; ২।
• বয়সসীমা : সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 32 বছর। সেই সঙ্গে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বংশের ক্ষেত্রে ছাড় দেওয়া হবে।
• যোগ্যতা ; প্রার্থীকে অন্ততপক্ষে মাধ্যমিক পাস হতে হবে এবং সেই সঙ্গে তার কম্পিউটার সার্টিফিকেটের পাশাপাশি ভালো টাইপিং স্পিড থাকতে হবে।
▪ Process Server সংক্রান্ত তথ্য;
• মাসিক বেতন : মাসিক সর্বনিম্ন 21,000 টাকা এবং সর্বোচ্চ 54,000 টাকা
• শূন্যপদ সংখ্যা ; 6
• বয়সসীমা : 18 থেকে 45 বছর।
• যোগ্যতা ; শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস করলেই আবেদন করতে পারবেন।
▪ Group D (Peon/ Farash/ Night Guard) সংক্রান্ত তথ্য;
• মাসিক বেতন : সর্বনিম্ন 17,000/ টাকা এবং সর্বোচ্চ 43,600/] টাকা
• শূন্যপদ সংখ্যা ; 27
• বয়সসীমা : 18 থেকে 45 বছর।
• যোগ্যতা ; এক্ষেত্রেও শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস করলেই আবেদন করতে পারবেন।
▪ আবেদন পদ্ধতি: ইচ্ছুক ও আগ্রহী চাকরিপ্রার্থীদের নিচে দেওয়া Apply Now অপশনে ক্লিক করে অনলাইনে নিজের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। এছাড়াও নিকটবর্তী যে কোন কম্পিউটারে দোকানে গিয়েও আবেদন করা যাবে।
• আবেদনের শেষ তারিখ: ২০/০৮/২০২৪
• নিয়োগ প্রক্রিয়া: আবেদনকারী প্রার্থীদের প্রথমে একটি ১০০ নম্বরে লিখিত পরীক্ষা এবং দ্বিতীয় ধাপে কম্পিউটার টেস্টার ভিত্তিতে বাছাই করে নিয়োগ করা হবে পরীক্ষার এডমিট কবে দেওয়া হবে।
• নিয়োগ স্থান: Uttar Dinajpur district court
▪ অ্যাডমিট ডাউনলোড: পরীক্ষার এডমিট কার্ড কবে দেওয়া হবে এবং কোথায় কোন কোন সেন্টারে এবং কোন তারিখে পরীক্ষা হবে সেই সংক্রান্ত যাবতীয় তথ্য আপনারা ‘www.calcuttahighcourt.gov.in‘ / https://northdinajpur.dcourts.gov.in অথবা www.uttardinajpur.nic.in/ ওয়েবসাইটে পেয়ে যাবেন।
▪ আবেদন সংক্রান্ত কোনো সমস্যায় পড়লে আপনার সাহায্যের জন্য ‘9735212221’ নম্বরে যোগাযোগ করতে পারেন।
▪ আবেদন মূল্য:
▪ আবেদন করুন: Apply Now
Download official notification
• আরও পড়ুন: মাসিক ৩০,০০০/- টাকা বেতনে IDFC ব্যাংকে কর্মী নিয়োগ।