উচ্চমাধ্যমিক ও গ্রাজুয়েশন পাশ করা চাকরি-প্রার্থীদের জন্য সুখবর। সম্প্রতি টাটা iSmart কোম্পানিতে তরফ থেকে ওয়ার্ক ফ্রম হোম জবে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যেখানে Voice chat process অর্থাৎ customer support পদে লোক নেওয়া হচ্ছে তাই আপনি যদি এখানে চাকরি করতে আগ্রহী হন তাহলে বিস্তারিত তথ্য জেনে নিন আমাদের এই প্রতিবেদনটি থেকে।
• পদের নাম: এখানে পদের নামটি হচ্ছে Voice chat process
• শূন্যপদ: এখানে নির্দিষ্ট করে শূন্যপদ উল্লেখ করা হয়নি কোম্পানির তরফ থেকে।
• শিক্ষাগত যোগ্যতা: চাকরি-প্রার্থীদের এখানে HS পাশ অথবা গ্রাজুয়েশন পাশ হলেই আবেদন জানতে পারবেন। সাথে communication skill ভালো হতে হবে।
• মাসিক বেতন: যারা টাটার iSmart এর উক্ত পদে চাকরি পাবেন তাদের মাসিক বেতন এখানে ২৫,০০০/- টাকা থেকে ৩৫,০০০/- টাকা দেওয়া হবে।
• কারা আবেদনের যোগ্য?: অবশ্যই যাদের বাড়িতে একটি laptop/PC রয়েছে তারাই কিন্তু এখানে আবেদনের জন্য যোগ্য এবং ভালো কমিউনিকেশন স্কিল থাকতে হবে।
• কোম্পানি লোকেশন: কলকাতা (ওয়ার্ক ফ্রম হোম জব)।
• বয়সসীমা: এখানে ১৮ বছরের উর্ধ্বে যে কেউই আবেদন জানাতে পারবেন।
• আবেদন পদ্ধতি এবং শেষ তারিখ: ইচ্ছুক চাকরি-প্রার্থীদের নিচে দেওয়া Apply Now অপশনে ক্লিক করে অনলাইনে নিজের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে এবং নিজের একটি updated CV এবং cover letter সঙ্গে আপলোড করতে হবে আবেদন করার সময়।
• নিয়োগ প্রক্রিয়া:
• shortlisting candidate
• online HR round interview
• selection process
• আবেদন করুন: Apply Now
• আবেদন করার শেষ তারিখ: যতো তাড়াতাড়ি সম্ভব ( ASAP)
আরও পড়ুন: ৮ম শ্রেণী পাশে রাজ্যের জেলা আদালতে প্রচুর কর্মী নিয়োগ।