Monday, September 16, 2024

উচ্চমাধ্যমিক পাশ যোগ্যতা, SSC মাধ্যমে স্টেনোগ্রাফার পদে কর্মী নিয়োগ! শূন্যপদ ২০০০

SSC অর্থাৎ কেন্দ্রীয় সরকারের স্টাফ সিলেকশন কমিশন থেকে এবার নতুন করে,কয়েক হাজার শূন্য পদে এবং খুবই কম শিক্ষাগত যোগ্যতায় স্টেনোগ্রাফার (Stenographer) নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ২০২৪ সালে স্টাফ সিলেকশন কমিশন থেকে ঠিক কত সংখ্যক শূন্য পদে স্টেনোগ্রাফার নিয়োগ করা হবে, কী শিক্ষাগত যোগ্যতা আবেদন করা যাবে, মাসিক বেতন কত হবে এবং কী করে এবং কত তারিখ পর্যন্ত আবেদন করা যাবে, এই সমস্ত বিষয় প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বিস্তারিত পড়ে নিন।।

 

পদের নাম:

১). Stenographer Grade C

২.) Stenographer Grade D

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

▪ শূন্যপদ সংখ্যা: অফিসের বিজ্ঞপ্তি অনুযায়ী স্টেনোগ্রাফার গ্রেড সি এবং ডি পদের জন্য ২০০৬ টির বেশি শূন্য পদ খালি রয়েছে।

 

বেতন:

Stenographer Grade C – ৩২,০০০/- টাকা।

Stenographer Grade D – ২৫,০০০/- টাকা‌

 

▪ বয়সসীমা: আবেদনে ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীদের বয়স হতে হবে সর্বনিম্ন ১৮ এবং সর্বোচ্চ ৪০ বছর। তবে এই বয়সসীমা ছাড়াও সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ক্ষেত্রে ছাড় দেওয়া হবে।

▪ শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্টেনোগ্রাফার পদে আবেদন করার জন্য প্রার্থীকে অন্ততপক্ষে যেকোনো সরকার স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক বা সমতূল্য কোনো পরীক্ষায় পাস হতে হবে।।

 

আবেদন পদ্ধতি:

• প্রথমত: প্রার্থীদের স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।

• দ্বিতীয়: ধাপে SSC’র ওয়েবসাইট আপনাদের প্রথমে রেজিস্ট্রেশন করে নিতে হবে।

তৃতীয়: রেজিস্ট্রেশন করার পর আবার আপনাদের লগইন করতে হবে।

লগইন করার পর আপনি তৃতীয় ধাপে স্টেনো গ্রাফার পদের জন্য আবেদন করতে পারবেন।

যদি আপনার ফোন থেকে আবেদন করতে কোনো সমস্যা হয় তাহলে আপনি আপনার বাড়ির নিকটবর্তী যেকোনো  কম্পিউটারের দোকানে  গিয়ে আবেদন করতে পারেন।

 

নিয়োগ প্রক্রিয়া: প্রথম ধাপে আবেদনকারী প্রার্থীদের জেনারেল অ্যাওয়ারনেস,ইংলিশ এবং রিজিনিং’র উপর ২০০ নম্বরের একটি লিখিত পরীক্ষা দেওয়া হবে।

• পরীক্ষা কেন্দ্র: 

SSC Stenographer examination centre

যারা এই কম্পিউটার বেসড পরীক্ষায় পাশ করবেন তাদের দ্বিতীয় ধাপে টাইপিং টেস্টের জন্য ডাকা হবে। যারা সেই টাইপিং টেস্টে উত্তীর্ণ হবেন তারাই চাকরি পাবেন।

• আবেদ মূল্য: general / OBC – 100/- টাকা এবং ST/SC/women – Free/-

আবেদনের শেষ তারিখ: ১৭/০৮/২০২৪ তারিখ।

•আবেদন করুন: Apply Now

Download official notification

আরও পড়ুন: উচ্চমাধ্যমিক পাশে indigo airlines এ কর্মী নিয়োগ।

INDIA DAY30 Telegram

আপনার জন্য
WhatsApp Logo