যারা বাড়িতে থেকেই চাকরি করতে চান তাদের জন্য ফের একবার খুশির খবর নিয়ে হাজির হলাম আমরা। সম্পতি Persona নামক একটি মাল্টিন্যাশনাল কোম্পানি তাদের ওয়ার্ক ফর্ম হোম জবে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি জারি করেছে। যেখানে উচ্চমাধ্যমিক পাশ হতে শুরু করে গ্রাজুয়েশন লেভেলের প্রার্থীরা আবেদন করতে পারবেন। চলুন জেনে নিই বিস্তারিত।
•পদের নাম: Persona এর উক্ত পদের নামটি হচ্ছে visual assistant।
• মাসিক বেতন: যদি আপনি এখানে চাকরি পান তাহলে আপনাকে মাসিক ২৫,০০০/- টাকা বেতন দেওয়া হবে সংস্থার তরফ থেকে।
• শিক্ষাগত যোগ্যতা: এখানে visual assistant পদের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে ন্যূনতম HS অথবা গ্রাজুয়েশন পাশ।
• বয়সসীমা: ১৮ বছরের উর্ধ্বে যে কোন যোগ্য প্রার্থী এখানে আবেদনের যোগ্য।
• কাজের বিবরণ: visual পদে চাকরি পেলে আপনাকে যে দায়িত্ব দেওয়া হবে তা হলো;
• এখানে draft Email এবং অনলাইন ব্যবসায়িক পরিচালনা করা।
• ক্লায়েন্ট এবং গ্রাহকদের সাথে ইন্টারফেসিং।
• ক্লাইন্টদের সাথে ভিডিও কনফারেন্স করা।
• মিটিং এবং ইভেন্টের সময়সূচী এবং পরিকল্পনা করা।
• অন্যান্য যোগ্যতা: অবশ্যই আপনার ইংলিশ কমিউনিকেশন ভালো হতে হবে তার সাথে রাতে কাজ করতে আগ্রহী হতে হবে এবং নিজের laptop/PC থাকতে হবে।
• আবেদন পদ্ধতি এবং শেষ তারিখ: ইচ্ছুক প্রার্থীদের নিচে দেওয়া Apply Now অপশনে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য এবং একটি updated CV upload করে নিজের আবেদন প্রক্রিয়া জমা দিতে হবে। এরপর HR department এর তরফ confirmation email এর জন্য অপেক্ষা করতে হবে।
• নিয়োগ প্রক্রিয়া:
• shortlisting candidate
• Online HR interview
• selection process
• আবেদন করুন: Apply Now
আরও পড়ুন: দেশ জুড়ে ব্যাংকে হাজার হাজার কর্মী নিয়োগ, শূন্যপদ ৪,৪৬৫ টি।