Saturday, December 21, 2024

৩২,০০০/- টাকা বেতন প্রতিমাসে, LIC তে জুনিয়ার এসিস্ট্যান্ট পদে প্রচুর কর্মী নিয়োগ! যোগ্যতা নূন্যতম পাশ

দেশ জুড়ে LIC তে কর্মী নিয়োগ। যে পদে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তার নাম হচ্ছে জুনিয়র এসিসন্ট (LIC junior assistant recruitment 2024)। যেখানে মাসিক বেতন দেওয়া হবে প্রতিমাসে ৩২,০০০/- টাকা। চলুন আর দেরি না করে জেনে নেই LIC এর উক্ত পদের আবেদন প্রক্রিয়া এবং শেষ তারিখ।

 

• পদের নাম: LIC junior assistant post

• শূন্যপদ: এখানে সমস্ত রাজ্যে মিলিয়ে শূন্যপদ সংখ্যা হচ্ছে ২০০ টি। (পশ্চিমবঙ্গ – ৫ টি)।

• শিক্ষাগত যোগ্যতা: LIC এর উক্ত পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে গ্রাজুয়েশন পাশ এবং কম্পিউটার বেসিক নলেজ।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

LIC junior assistant qualification

• মাসিক বেতন: যারা LIC এর junior assistant পদে চাকরি পাবেন তাদের প্রতি মাসে বেতন এখানে ৩২,৮০০/- টাকা দেওয়া হবে।

LIC junior assistant salary

• বয়সসীমা: ১/০৭/২০২৪ অনুযায়ী বয়স ২১ থেকে ২৮ বছর।

নিয়োগ প্রক্রিয়া: 

Online IBPS Written Exam

documents verification (offline)

selection process ( offline)

 

• অনলাইন এক্সাম সেন্টার: Kolkata, Siliguri, Durgapur, Burdwan – পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য।

• পরীক্ষার সিলেবাস: 

LIC junior assistant exam syllabus

আবেদন পদ্ধতি এবং শেষ তারিখ: আগ্রহী এবং ইচ্ছুক চাকরি-প্রার্থীদের নিচে দেওয়া Apply Now অপশনে ক্লিক করে অনলাইনে নিজের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। এছাড়াও নিকটবর্তী যে কোন কম্পিউটার দোকানে গিয়ে ফর্ম পূরণ করা যাবে।

আবেদন মূল্য: LIC এর উক্ত পদে সরকারি পরীক্ষা IBPS এর মাধ্যমে নিয়োগ হচ্ছে তাই সকল শ্রেণীর প্রার্থীদের ১৮% GST যুক্ত করে ৮০০/- টাকা আবেদন মূল্য দিতে হবে‌ পরীক্ষার ফি বাবদ।

LIC junior assistant application fee

পরীক্ষার সময়সূচি এবং এডমিট কার্ড সমন্ধিত বাকি তথ্য:

LIC junior assistant exam details

• আবেদন করুন: Apply Now 

আবেদন করার শেষ তারিখ: ১৪ আগষ্ট ২০২৪

Download official notification

• উল্লেখ যে: মোবাইল থেকে আবেদন করার সময় মোবাইল স্কিন ‘Rotate’ না করে নিলে Application page খুলবে না।

INDIA DAY30 Telegram

আপনার জন্য
WhatsApp Logo