Thursday, December 26, 2024

বেতন ৪৮,০০০/- টাকা প্রতিমাসে, India ব্যাংকে দেশ জুড়ে অসংখ্য শূন্যপদে কর্মী নিয়োগ! অনলাইন আবেদন

India Bank এ দেশ জুড়ে অসংখ্য শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তাই আপনি যদি বর্তমানে বেকার হয়ে থাকেন এবং চাকরির জন্য হন্য হয়ে ঘুরছেন তাহলে India Bank এ চাকরির জন্য আবেদন করতে পারেন। চলুন আর দেরি না করে জেনে নেই কিভাবে আবেদন আবেদন করবেন India Bank এ।

 

• পদের নাম: এখানে India Bank এর যে কোন কর্মী নিয়োগ হবে তার নাম হচ্ছে Local Bank Officer

• শূন্যপদ: অফিসিয়ালি তথ্য অনুযায়ী এখানে মোট শূন্যপদ সংখ্যা ৩০০ টি।

India bank State wise vacancy details

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

• মাসিক বেতন: যারা India Bank এর Local Bank Officer পদে চাকুরী পাবেন তাদের প্রতিমাসে বেতন ৪৮,৪৫০/ টাকা থেকে ৮৫,৯২০/- টাকা বেতন দেওয়া হবে।

• শিক্ষাগত যোগ্যতা: আবেদনকারী যে কোন স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন পাশ হলেই India bank এর উক্ত পদের জন্য আবেদন জানাতে পারবেন।

 

• বয়সসীমা: ২০ থেকে ৩০ বছর হতে হবে প্রার্থীদের।

• কর্মস্থল: 

• Tamil Nadu / Puducherry

• Karnataka

• Andhra Pradesh

• Telangana

• Maharashtra

• Gujarat

রাজ্যে বিভিন্ন হলেও পশ্চিমবঙ্গ ও আসামের প্রার্থীরা যে কোন রাজ্যের জন্য আবেদন করতে পারবেন।

• নিয়োগ প্রক্রিয়া: এখানে চাকরি-প্রার্থীদের IBPS লিখিত পরীক্ষা (Online) এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।

India bank exam syllabus

• পরীক্ষা কেন্দ্র: 

• Greater Kolkata, Siliguri (West Bengal)

• Guwahati (Aasam)

• আবেদন পদ্ধতি এবং শেষ তারিখ: ইচ্ছুক চাকরি-প্রার্থীদের নিচে দেওয়া Apply Now অপশনে ক্লিক করে অনলাইনে নিজের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। এছাড়াও নিকটবর্তী যে কোন কম্পিউটার দোকানে গিয়েও আবেদন করা যাবে।

আবেদন মূল্য: 

• ST/SC/PWD – 175/- টাকা‌

• General/OBC/other – 100/- টাকা।

• আবেদন করার শেষ তারিখ: ২ সেপ্টেম্বর, ২০২৪।

• আবেদন করুন: Apply Now

Download official notification.

Get updates about Indian Bank local bank officer iBPS exam and admit card details. ( ক্লিক করুন)

আরও পড়ুন: মাধ্যমিক/উচ্চমাধ্যমিক পাশে Indigo airlines এ কর্মী নিয়োগ। 

INDIA DAY30 Telegram

আপনার জন্য
WhatsApp Logo