Thursday, October 31, 2024

৩৩,০০০/- টাকা মাসিক বেতন, নূন্যতম যোগ্যতায় IDFC ব্যাংকে নতুন করে স্টাফ নিয়োগ! জেনে নিন আবেদন পদ্ধতি

আপনি কি একজন বেকার? তাহলে আপনার জন্য একটি খুশির সংবাদ রয়েছে। ভারতের অন্যতম একটি বেসরকারি ব্যাংক IDFC first bank তাদের নতুন করে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি জারি করেছে। যেখানে মাসিক ৩৩,০০০/- টাকা বেতনে কর্মী নিয়োগ করবে তাঁরা। তাই আপনি যদি বর্তমানে একজন বেকার হয়ে থাকেন এবং আপনি যদি ব্যাংকিং সেক্টরে নিজের ক্যারিয়ার গড়তে চান তাহলে IDFC first bank এর আবেদন প্রক্রিয়া জেনে নিন।

 

• পদের নাম: এখানে যে পদটিতে IDFC bank কর্মী নিয়োগ করবে তার নাম হচ্ছে CAD Manager

• স্যারালি: উক্ত পদের জন্য আপনি মাসিক বেতন পাবেন ৩৩,০০০/- থেকে ৫০,০০০/- টাকা।

• শূন্যপদ: অফিসিয়াল বিজ্ঞপ্তিতে শূন্যপদ সংখ্যা উল্লেখ করা হয়নি।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

• শিক্ষাগত যোগ্যতা: আগ্রহী চাকরি-প্রার্থীরা দেশের যেকোনো স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে নূন্যতম গ্রাজুয়েশন পাশ হলেই CAD Manager পদের জন্য আবেদন করতে হবে।

• বয়সসীমা: উক্ত পদে ১৮ বছরের উর্ধ্বে যে কেউই আবেদন করতে পারবেন।

• জব লোকেশন: এখানে অন্যান্য পদের থেকে স্যালারি একটু বেশি তাই জব লোকেশন Ahmedabad City, Gujarat, India এ।

• আবেদন পদ্ধতি এবং শেষ তারিখ: ইচ্ছুক আবেদনকারীদের নিচে দেওয়া Apply Now অপশনে ক্লিক করে এরপর নিজেকে সেখানে রেজিস্ট্রেশন করে উক্ত পদের জন্য আবেদন করতে দিতে হবে। তবে আবেদন করার পূর্বে IDFC এর জব বিবরণ অবশ্যই ভালো করে পড়ে নেবেন উক্ত পেজ থেকে।

• নিয়োগ প্রক্রিয়া: এখানে চাকরিপ্রার্থীদের CV দেখে তাদের shortlist করা হবে এরপর interview এর মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

• আবেদন করুন: Apply Now

আরও পড়ুন: HS পাশে রাজ্যে নতুন করে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ। শেষ তারিখ ১৮/৮/২০২৪। 

INDIA DAY30 Telegram

আপনার জন্য
WhatsApp Logo