Wednesday, January 15, 2025

মাসিক ৪১,০০০/- টাকা বেতন! ন্যূনতম পাশে মাল্টিন্যাশনাল এই কোম্পানিতে কর্মী নিয়োগ, জানুন আবেদন পদ্ধতি

Genpact নামক মাল্টিন্যাশনাল কোম্পানিতে খুবই কম শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে এবং প্রচুর টাকা মাসিক বেতনে পদের ‘Process Associate Process Developer এবং Order Management নিয়োগ করা হবে। নিম্নে এই নিয়োগ সম্পর্কে বিস্তারিত উল্লেখ করা হলো। আগ্রহী চাকরি প্রার্থীরা সম্পূর্ণ পড়ে দেখতে পারেন।

 

পদের নাম এবং শূন্যপদঃ Process Associate; Process Developer এবং Order Management.

▪ শিক্ষাগত যোগ্যতা: আবেদনের ক্ষেত্রে আপনাকে স্নাতক হতে হবে। সেইসঙ্গে আপনার ভালো Writing And Communication Skill ; Computer Knowledge থাকতে হবে। যদি আপনার Accounting knowledge ;Experience using Sales Force. বা Experience in B2B (Business to Business) থাকে তাহলে আপনি অগ্রাধিকার পাবেন।

 

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

বয়সসীমা: আবেদন করার জন্য প্রার্থীদের বয়স হতে হবে সর্বনিম্ন ২১ বছর এবং সর্বোচ্চ যেকোনো বয়সে আবেদন করতে পারেন।

▪ মাসিক বেতন: Genpact কোম্পানিতে কোনো একটা পদএ চাকরি পেলে আপনার মাসিক বেতন হবে মাসিক সর্বোচ্চ ৪১,০০০/- টাকা দেওয়া হবে।

▪ আবেদন পদ্ধতি:

) প্রার্থীদের অনলাইন আবেদন করতে হবে।

) অনলাইন আবেদন করার জন্য প্রথমে আপনাদের Genpact কোম্পানির ওয়েবসাইটের রেজিস্ট্রেশন করতে হবে।

) এরপর নিচে অনলাইন অ্যাপ্লাই লিংক বা রেজিস্ট্রেশন লিঙ্ক দেওয়া হলো।

) এরপর আপনারা সেখানে ক্লিক করে সরাসরি ওয়েব সাইটে গিয়ে রেজিস্ট্রেশন করে নিতে পারেন।

) তারপর রেজিস্ট্রেশন করা হয়ে গেলে দ্বিতীয় ধাপে পুনরায় নিজের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে নিন। লগইন করার পরই আপনারা যেকোনো কটি পদের জন্য আবেদন করতে পারবেন।

• নিয়োগ প্রক্রিয়া: 

• shortlisting candidate

• HR round interview

• selection process


▪ গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ ;

Subject Link
Registration Link Click Here
Online Apply Link Click Here

 

আরও পড়ুন: উচ্চমাধ্যমিক পাশে HCl Tech কোম্পানিতে কর্মী নিয়োগ। 

INDIA DAY30 Telegram

আপনার জন্য
WhatsApp Logo