Monday, September 16, 2024

আর থাকবে না চিন্তা, প্রতিমাসে বেকার যুবক-যুবতীদের ৩০০০ টাকা ভাতা ঘোষণা কেন্দ্রের! করতে এই ফর্ম পূরণ

২০১৯ সালে কেন্দ্র সরকারের তরফে সাধারণ মানুষের জন্য একটি বিশেষ প্রকল্প চালু করা হয়। কেন্দ্র সরকারের এই বিশেষ প্রকল্পের অংশ হিসেবে যদি আপনি প্রতি মাসে খুবই সামান্য অর্থ এতে জমা করতে থাকেন ; তাহলে একটি সময় পর কিন্তু এই প্রকল্প থেকেই আপনি প্রতি মাসে নগদ ৩,০০০ টাকা করে পেতে থাকবেন।

 

▪ কারা এই প্রকল্পের সুবিধা পাবে?

কেন্দ্র সরকারের এই বিশেষ প্রকল্পটি চালু করা হয়েছিল দেশের কৃষক, ড্রাইভার, রাজমিস্ত্রি, শ্রমিক সহ অন্যান্য পেশার সঙ্গে যুক্ত সাধারণ খেটে খাওয়া মানুষের জন্য। বর্তমানে যারা এই পেশার সঙ্গে যুক্ত এবং কাজ করতে সক্ষম ; তারা বৃদ্ধ বয়সে আর কাজ করতে সক্ষম থাকবেনা তখন হাতের কাজ না থাকায় স্বাভাবিকভাবেই তাদের অর্থনৈতিক সমস্যা দেখা দিতে পারে কিন্তু বৃদ্ধ বয়সে যাতে দেশের এই সাধারন মানুষকে অর্থের অভাবে কষ্ট না করতে হয় সেজন্যই ‘PM Kisan Mandhan Yojana‘ শুরু করা হয়।

 

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

▪ কিভাবে প্রধানমন্ত্রী কিষান মনধন যোজনা থেকে প্রতি মাসে ৩,০০০ টাকা পাবেন?

যোজনার নাম কিষান মনধন যোজনা হলেও অন্যান্য পেশার সঙ্গে যুক্ত বা খেটে খাওয়া মানুষরাও এর সুবিধা নিতে পারবেন। বর্তমানে যাদের বয়স ১৮ থেকে ৪০ বছর শুধুমাত্র তারাই এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন। কিষান মনধন যোজনায় আপনাকে ; ৬০ বছর বয়স পর্যন্ত প্রতি মাসে একটি নির্দিষ্ট সংখ্যক টাকা আপনার খাতায় জমা করতে হবে।

 

যদি কেউ ১৮ বছর বয়সে যোজনায় খাতা খোলেন্ম তাহলে তাকে প্রতি মাসে নিজের খাতায় ৫৫ টাকা ;

২৯ বছর বয়সে শুরু করলে ১০০ টাকা এবং ৪০ বছর বয়সে শুরু করলে প্রতি মাসে ২০০ টাকা করে জমা করতে হবে।এইভাবে নিজের ষাট বছর বয়স পর্যন্ত টাকা জমা করার পর ; সেই ব্যক্তি প্রতি মাসে প্রধানমন্ত্রী কিষান মনধন যোজনা থেকে প্রতি মাসে তিন হাজার টাকা পেনশম হিসেবে পেতে থাকবেন।যেই টাকা তাঁর বৃদ্ধ বয়সে যেকোনো আর্থিক সমস্যার সাহায্য করবে। তাই যদি আপনি নিজের নাম লেখাতে চান ;তাহলে নিকটবর্তী যেকোনো সাইবার ক্যাফেতে গিয়ে যোগাযোগ করতে পারেন।

 

আপনার জন্য
WhatsApp Logo