পশ্চিমবঙ্গের যে সমস্ত ছেলে-মেয়েরা বাংলা সহায়তা কেন্দ্রে (BSK) চাকরি করতে চান,তাদের জন্য বিরাট বড়ো সুখবর রয়েছে। রাজ্য সরকারের তরফে নতুন করে আবার ১৪৩১টি বাংলা সহায়তা কেন্দ্র খোলা হবে বলে জানানো হয়েছে। এবার বাংলার এই নতুন সহায়তা কেন্দ্রগুলিতে ঠিক কত সংখ্যক শূন্য পদে নিয়োগ করা হবে,চাকরি পেলে মাসিক বেতন কত হবে, আবেদন করতে কী যোগ্যতা লাগবে এই সকল বিষয় জানাবো আজকের এই প্রতিবেদনে।
▪ পদ ও শূন্যপদ সংখ্যা: নতুন ১৪৩১টি সহায়তা কেন্দ্রে মোট ২৮৬২ টি শূন্যপদে বাংলা সহায়তা কেন্দ্র কর্মী নিয়োগ করা হবে।
▪ মাসিক বেতন: বাংলা সহায়তা কেন্দ্রে চাকরি পেলে আপনার মাসিক বেতন শুরু হবে ১৩ থেকে ১৫ হাজার টাকার মধ্যে। সেই সঙ্গে আপনি বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা এবং ভাতা পাবেন।
▪ শিক্ষাগত যোগ্যত: যেকোনো স্কুল থেকে যদি আপনি শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশ করে থাকেন এবং সেই সঙ্গে আপনার অন্ততপক্ষে ছয় মাসের কম্পিউটার কোর্স করা থাকে তাহলেই, আপনি বাংলা সহায়তা কেন্দ্রের জন্য আবেদন করতে পারবেন।
▪ সর্বনিম্ন বয়সসীমা: যাদের বর্তমান বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে শুধুমাত্র সেই সমস্ত প্রার্থীরাই এখানে আবেদন করতে পারেন। অন্যদিকে SC/ST & OBC প্রার্থীদের বয়সের ক্ষেত্রে ৫ বছর এবং ৩ বছরের ছাড় দেওয়া হবে।
▪ নিয়োগ প্রক্রিয়া: প্রথমে আবেদনকারী প্রার্থীদের একটি কম্পিউটার টেস্ট দিতে হয় এবং দ্বিতীয় ধাপে ইন্টারভিউতে তাদের কিছু সহজ প্রশ্ন জিজ্ঞেস করা হয়। এই দুই ধাপে উত্তীর্ণ প্রার্থীদেরই মূলত নিয়োগ করা হয়।।
▪ আবেদন পদ্ধতি: যেহেতু রাজ্য সরকারের তরফে এখনো এই নিয়ে কোনো বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি সেই কারণে এখনই অনলাইন আবেদন শুরু হয়নি। যখনই অনলাইন আবেদন শুরু হবে তখনই আপনারা বাংলা সহায়তা কেন্দ্রের অফিসিয়াল পোর্টাল থেকে সরাসরি আবেদন করতে পারবেন।।
• আবেদন করুন: এখনো আবেদন শুরু হয়নি।
• আরও পড়ুন: 12th/graduation পাশে ৪ টি বড় কোম্পানিতে ওয়ার্ক ফ্রম হোম জবে কর্মী নিয়োগ। বেতন ৪০,০০০/- টাকা।