কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই রাজ্যের একটি শিক্ষা প্রতিষ্ঠানে,খুবই কম শিক্ষাগত যোগ্যতায়,গ্রুপ ডি লেভেলের Group D দুটি পদে চাকরি খালি রয়েছে। এবার যেসমস্ত চাকরি প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা কম এবং যারা গ্রুপ ডি লেভেলের পদে চাকরি করতে আগ্রহী,তাদের জন্যই আজকের এই চাকরির খবর। এই প্রতিবেদনে পদের নাম, আবেদন করার জন্য প্রয়োজনীয় যোগ্যতা, বয়স সীমা, মাসিক বেতন সহ আবেদন পদ্ধতি বিস্তারিত উল্লেখ করা হলো।।
▪ পদের নাম: Dharmada Govt P.T.T Institute-এ গ্রুপ ডি লেভেলের ‘নাইট গার্ড’ এবং ‘কর্মবন্ধু’ পদে নিয়োগ করা হবে।
▪ শূন্যপদ: দুটি পদের জন্য এখানে ২ টি শূন্যপদ খালি রয়েছে।
▪ শিক্ষাগত যোগ্যতা: গ্রুপ ডি লেভেলের নাইটগার্ড পদে আবেদন করার জন্য অন্ততপক্ষে মাধ্যমিক পাস এবং সেই সঙ্গে Basic computer knowledge থাকতে হবে। অন্যদিকে যদি আপনি কর্মবন্ধু পদের জন্য আবেদন করার জন্য অন্ততপক্ষে অষ্টম শ্রেণী পাস হতে হবে। সেইসঙ্গে শারীরিকভাবে অবশ্যই সুস্থ হতে হবে।।
▪ সর্বনিম্ন এবং সর্বোচ্চ বয়স: যেসমস্ত চাকরিপ্রার্থীদের বর্তমান বয়স ১৮ বছর এবং যাদের সর্বোচ্চ বয়স ৬৪ বছর, শুধুমাত্র সেই সমস্ত চাকরিপ্রার্থীরাই এখানে আবেদন করতে পারেন।
▪ মাসিক বেতন: অফিসিয়াল বিজ্ঞপ্তিতে যদিও দুটি পদের মধ্যে কোনো পদেরই মাসিক বেতন উল্লেখ করা হয়নি, তবে পশ্চিমবঙ্গে
• নাইন কার্ড পদের মাসিক বেতন আনুমানিক ১৫ থেকে ১৭ হাজার টাকা হয়ে থাকে।
• অন্যদিকে কর্মবন্ধু পদের মাসিক বেতন চার থেকে পাঁচ হাজার টাকার মধ্যে হয়ে থাকে। তবে আপনি চাকরি পেলে সেখানে বেতন এর চেয়ে কম-বেশি হতে পারে।
▪ নিয়োগ প্রক্রিয়া: যে সমস্ত প্রার্থীরা আবেদন করবেন প্রথমে তাদের মধ্য থেকে প্রার্থীদের বাছাই করে একটি লিস্ট প্রকাশ করা হবে। যোগ্য প্রার্থীদের সেই লিস্ট আপনারা http://dharmadagovt.wbptti.in/ ওয়েবসাইটে দেখতে পাবেন। দ্বিতীয় ধাপে সেই লিস্টে যাদের নাম থাকবে তাদেরকেই পরবর্তীতে ইন্টারভিউতে ডাকা হবে। এবং সেই ফাইনাল ইন্টারভিউতেই চূড়ান্ত প্রার্থীদের বাছাই করে নিয়োগ করা হবে।
▪ আবেদন পদ্ধতি: যোগ্য প্রার্থীদের অফলাইনে আবেদন করতে হবে। অফলাইনে আবেদন করার জন্য আপনারা অফিশিয়াল বিজ্ঞপ্তির শেষের পেজে আবেদনপত্র পেয়ে যাবেন। সেটা ডাউনলোড করে নিন। অথবা-
১) প্রথমে নিচে দেওয়া ‘Download Application Form‘ অপশনে ক্লিক করুন।
২) আবেদনপত্র ডাউনলোড করে সেটার প্রিন্ট আউট বের করে নিন।
৩) এরপর সেটা সঠিকভাবে পূরণ করুন।
৪) পূরণ করা হয়ে গেলে সেটা মূখবন্ধ খামে ভরে, গুরুত্বপূর্ণ নথিপত্রের জেরক্স সহ সেটা- ‘Principal,
Dharmada Govt. P.T.T. I, Vill +Po- Dharmada, Ps-Nakashipara, Dist-Nadia,
Pin-741L38 ঠিকানায় জমা দিয়ে আসতে হবে। আপনি চাইলে Speed Post’এর মাধ্যমেও আবেদনপত্র জমা করতে পারেন।
• যোগাযোগ নাম্বার: 9732250193
▪ আবেদন করা শেষ তারিখ: ২/০৮/২০২৪।