Wednesday, October 16, 2024

১৭৯২ টি শূন্যপদ, রাজ্যে ফরেস্ট গার্ড পদে অসংখ্যকর্মী নিয়োগ! যোগ্যতা মাধ্যমিক পাশ

গত ২৬ শে জুন নবান্নে যে বৈঠক হয়েছে, সেই বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রী স্কুল শিক্ষা দপ্তর, প্রাণী সম্পদ বিকাশ দপ্তর সহ রাজ্যের বন বিভাগ বা ফরেস্ট ডিপার্টমেন্টও (forest guard recruitment 2024) প্রচুর সংখ্যক ফরেস্ট গার্ড নিয়োগের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করেছেন। এবার রাজ্যের বন বিভাগে কত সংখ্যক শূন্য পদে নিয়োগ করা হবে, কী যোগ্যতা লাগবে, বেতন কত হবে এবং কিভাবে আবেদন করতে হবে এই সকল বিষয়েই আপনাদের জানাবো আজকের এই প্রতিবেদনে।।

 

কোন কোন পদে নিয়োগ করা হবে: সূত্রে খবর রাজ্যের বন বিভাগে দুই ধরনের পদে নিয়োগ করা হবে। প্রথমত ফরেস্ট গার্ড এবং দ্বিতীয়ত হচ্ছে হেড ফরেস্ট গার্ড।

▪ শূন্যপদ সংখ্যা: সূত্রে খবর প্রায় ১৬০০ শূন্যপদে ফরেস্ট গার্ড এবং ১৯২টি শূন্যপদে হেড ফরেস্ট গার্ড নিয়োগ হবে।।

এছাড়াও ২৩৪৪টি পদের মধ্যে বাকি পদে ৫০৫ নতুন পদে, স্বরাষ্ট্র দপ্তরের ১০৫, ২৭০ টি পদে রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরে এবং ৩৫টি শূন্য পদে রাজ্যের স্কুলে নিয়োগ হবে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

 

শিক্ষাগত যোগ্যতা: হেড ফরেস্ট গার্ড এবং ফরেস্ট গার্ড দুই ধরনের পদে আবেদন করার জন্যই প্রার্থীর অন্ততপক্ষে মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে।

▪ মাসিক বেতন: ফরেস্ট গার্ড হিসেবে চাকরি পেলে আপনার মাসিক বেতন শুরু হবে ২০ থেকে ২৫ হাজার টাকার থেকে। তবে পদোন্নতির ক্ষেত্রে আপনার বার্ষিক বেতন হবে ৩ থেকে ৪ লক্ষ টাকা।।

শারীরিক যোগ্যতা কী লাগবে: শারীরিক যোগ্যতার ক্ষেত্রে এবার পরিবর্তন আনা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী-

বুক: পুরুষদের বুকের মাপ হতে হবে ৭৯ সেন্টিমিটার এবং মহিলাদের হতে হবে ৭৪ সেন্টিমিটার। (আগে ছিল পুরুষদের ৮৪ ও ৭৯ সেমি)

▪ উচ্চতা: পুরুষদের উচ্চতা হতে হবে ১৬৪ এবং মেয়েদের হতে হবে ১৫০ সেমি। অন্যদিকে উত্তরবঙ্গের রাজবংশী, গোর্খা এবং গোটা রাজ্যের ক্ষেত্রে তপশিলিদের উচ্চতা ১৫২.২ থেকে কমিয়ে ১৫২ সেমি করা হয়েছে।।

 

বয়সসীমা: আবেদন করার ক্ষেত্রে প্রার্থীদের সর্বনিম্ন বয়স হতে হবে ১৮ বছর এবং সর্বোচ্চ বয়স হতে হবে ৩২ বছর। সেই সঙ্গে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ক্ষেত্রে ছাড় দেওয়া হবে।

আবেদন পদ্ধতি: প্রার্থীদের আবেদন করতে হবে পশ্চিমবঙ্গের বন বিভাগের অফিসিয়াল ওয়েবসাইট থেকে। আবেদন করার জন্য আপনারা ‘https://www.westbengalforest.gov.in/’ লিঙ্ক ভিজিট করে,,অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রথমত রেজিস্ট্রেশন করে এবং দ্বিতীয় ধাপে লগইন করে,,তারপর আপনারা খুব সহজেই ফরেস্টগার্ড এবং হেড ফরেস্ট গার্ড পদের জন্য আবেদন করতে পারেন।

Forest guard paper cut

▪ উল্লেখ্য যে: এখনো কিন্তু অফিশিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি। তবে আশা করা হচ্ছে খুব শীঘ্রই অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হবে এবং সেখানেই আবেদন শুরু কবে হবে,কিভাবে আবেদন করতে হবে, এই সকল বিষয় আপনারা পেয়ে যাবেন। তাই অফিসার বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করুন। অফিসিয়াল বিজ্ঞপ্তি যখনই প্রকাশিত হবে সেটা আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং অফিসিয়াল ওয়েবসাইট থেকে পেয়ে যাবেন।।

আরও পড়ুন: মাধ্যমিক পাশ এয়ার পোর্টে কর্মী নিয়োগ। বেচন ২৪,০০/- টাকা। 

Telegram channel joining logo

আপনার জন্য
WhatsApp Logo