Saturday, September 7, 2024

প্রশিক্ষণ দিয়ে তারপর চাকরি, UCO ব্যাঙ্কে অজস্র শূন্যপদে কর্মী নিয়োগ! জেনে নিন আবেদন পদ্ধতি

প্রশিক্ষণ দিয়ে তারপর চাকরি। ভারতের অন্যতম একটি রাষ্ট্র ব্যাংক UCO ব্যাংকের (UCO Bank recruitment 2024) তরফ থেকে দেশব্যাপী অজস্র শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যেখানে পশ্চিমবঙ্গের ২৩ জেলা থেকে নারী-পুরুষ উভয়েই চাকরি-প্রার্থীরা আবেদন করতে পারবেন। শুধু তাই হয় প্রশিক্ষণ শেষে নিজ জেলাতে পোস্টিং সহ মোটা বেতন চাকরি প্রদান করা হবে চাকরি-প্রার্থীদের। চলুন এই বিষয়ে বিস্তারিত তথ্য জেনে নেই।

 

• পদের নাম: এখানে UCO ব্যাংকের উক্ত পদটির নাম হচ্ছে Apprentice।

• শূন্যপদ সংখ্যা: দেশ জুড়ে Apprentice পদের জন্য এখানে শূন্যপদ সংখ্যা রয়েছে ৫৮৮ টি, যার মধ্যে শুধুমাত্র পশ্চিমবঙ্গেই শূন্যপদ সংখ্যা রয়েছে ৮৫ টি।

• শিক্ষাগত যোগ্যতা: UCO ব্যাংকের উক্ত পদে আবেদন করার জন্য চাকরি-প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে দেশের যে কোন স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম গ্র্যাজুয়েশন পাশ।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

 

• মাসিক বেতন: এখানে চাকরিপ্রার্থীদের ট্রেনিং চলাকালীন ১৫,০০০/- টাকা মাসিক স্টাইপেন্ড প্রদান করা হবে। এরপর ট্রেনিং শেষে তাদের একটি উচ্চ বেতনের পদে পোস্টিং দেওয়া হবে।

• বয়সসীমা: Apprentice পদের জন্য আবেদনকারীদের বয়স হতে হবে ২০ থেকে ২৮ বছরের মধ্যে। এছাড়াও ST/SC/OBC প্রার্থীরা ৩ থেকে ৫ বছরের বয়সের ছাড় পেয়ে যাবে।

• আবেদন পদ্ধতি এবং শেষ তারিখ: আগ্রহীদের নিচে দেওয়া Apply Now অপশনে ক্লিক করে নিজেকে উক্ত ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করে এরপর আবেদনের ফরমটি ফিলাপ করে দিতে হবে।

• আবেদন করার শেষ তারিখ: ১৬, জুলাই ২০২৪।

• অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন।

• আবেদন করুন: Apply Now

• আবেদন পদ্ধতি দেখে নিন: (YouTube video)

আরও পড়ুন: মাধ্যমিক পাশে এয়ারপোর্টে কর্মী নিয়োগ (আবেদন চলছে)

Telegram channel joining logo

আপনার জন্য
WhatsApp Logo