Saturday, September 7, 2024

আবেদন করলেই ১২,০০০ টাকা! মাধ্যমিক/ HS পাশ ছাত্র-ছাত্রীদের স্কলারশিপ দিচ্ছে টাটা, জেনে নিন আবেদন পদ্ধতি

স্বামী বিবেকানন্দ এবং উত্তর কন্যা স্কলারশিপ বাদেও রাজ্যের স্কুল এবং কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীদের জন্য,এমন একটি বেসরকারি স্কলারশিপ রয়েছে,যেখানে সঠিকভাবে আবেদন করলেই পাওয়া যায় নগদ ১২,০০০ টাকা। ভারতের সেই বিশেষ বেসরকারি স্কলারশিপ সম্পর্কিত সকল গুরুত্বপূর্ণ বিষয় জানাবো আজকের প্রতিবেদনে।

 

ভারতবর্ষের মেধাবী কিন্তু আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ছাত্র-ছাত্রীদের পড়াশোনা যাতে কোনো ক্ষতি না হয় বা তারা সঠিকভাবে নিজের পড়াশোনা চালিয়ে যেতে পারে, সেজন্য সরকারের পাশাপাপাশি কিছু বেসরকারি কোম্পানি বা প্রতিষ্ঠানও বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করে থাকে। এবার ভারতের যে সমস্ত বেসরকারি স্কলারশিপ রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য স্কলারশিপ হলো ‘টাটা ক্যাপিটাল পাঙ্খ স্কলারশিপ (Tata Capital Pankh Scholarship)

 

টাটা ক্যাপিটাল পাঙ্খ স্কলারশিপ পাওয়ার শর্ত

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আবেদনকারী স্কুল এবং কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীদের ক্ষেত্রে কিছু শর্ত পূরণ হতে হবে। তবেই তারা স্কলারশিপ পাবেন। যেমন-

) প্রথমত আবেদনকারীকে অবশ্যই ভারতের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে।

) দ্বিতীয়ত তাকে একাদশ বা দ্বাদশ শ্রেণীতে অথবা আন্ডার গ্রাজুয়েট অর্থাৎ স্নাতক স্তরে থাকতে হবে।

) তৃতীয়ত তাকে বিগত বছরের পরীক্ষায় তার অন্ততপক্ষে ৬০ শতাংশ নম্বর পেতে হবে।

) এবং সেই সঙ্গে তার পারিবারিক বার্ষিক আয় আড়াই লক্ষ টাকার কম হতো হবে।

 

টাটা ক্যাপিটাল পাঙ্খ স্কলারশিপে কত টাকা পাওয়া যায়? 

এক্ষেত্রে স্কুল পড়ুয়া শিক্ষার্থীরা একরকম এবং স্নাতক স্তরের শিক্ষার্থীদের একটু বেশি ধনরাশি দেওয়া হয়ে থাকে। যারা একাদশ বা দ্বাদশ শ্রেণীতে পড়ছেন তারা টাটা ক্যাপিটাল স্কলারশিপ থেকে মোট ১০ হাজার টাকা পেয়ে থাকেন। অন্যদিকে যারা স্নাতক স্তরের পড়ুয়া বা আন্ডার গ্রাজুয়েট কোর্সে রয়েছেন, তারা এই স্কলারশিপ থেকে মোট ১২ হাজার টাকা পেয়ে থাকেন।

 

TATA Capital Pankh Scholarship Online Application / Apply Process:

টাটা ক্যাপিটাল পাঙ্খ স্কলারশিপে অনলাইন আবেদন করার জন্য আপনাদের সরাসরি বাডি ফর স্টাডি ওয়েবসাইটে চলে যেতে হবে। সেখানে আপনারা আবেদন লিংক পাবেন। কিন্তু প্রথমত আপনাকে সেই ওয়েবসাইটে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে বা রেজিস্ট্রেশন করে নিতে হবে। রেজিস্ট্রেশন করার পর আপনি নিচে দেওয়া Apply Now অপশনএ ক্লিক করে সরাসরি আবেদন করতে পারবেন।

 

আবেদন করতে কী কী নথিপত্র প্রয়োজন? 

আবেদন করার জন্য শিক্ষার্থীদের অবশ্যই-

) স্কুল কলেজের ভর্তির রসিদ / আইডি কার্ড / বা এই ধরনের কোন প্রমাণপত্র ;

) দ্বিতীয়ত বিগত বছরের পরীক্ষার মার্কশীট

) আধার কার্ড

) জন্ম প্রমান পত্র

) আধার লিঙ্ক করানো এবং আপডেটেড ব্যাংক একাউন্ট

) রঙিন পাসপোর্ট সাইজ ফটো এবং এই ধরনের আরও কিছু অন্যান্য নথিপত্র প্রয়োজন।

• আবেদন করুন: Apply Now

আবেদন করার শেষ তারিখ: ১৫ সেপ্টেম্বর ২০২৪

• উল্লেখ যে: যারা TATA Capital Pankh Scholarship এ আবেদন করতে পারবেন না তারা নিকটবর্তী যে কোন কম্পিউটার দোকানে গিয়ে আবেদন করতে পারবেন।

INDIA DAY30 Telegram

আপনার জন্য
WhatsApp Logo