উচ্চমাধ্যমিক পাশ হলেই চাকরি, ভারতীয় রেলে ৩৫,০০০ শূন্যপদে কর্মী নিয়োগ! বেতন ৩৬,০০০/ টাকা

আপনি কি ভারতীয় রেলে চাকরি করতে চান? ( Railway NTPC recruitment 2024)‌। সম্প্রতি ভারতীয় রেলের NTPC নিয়োগ নিয়ে একটি বড় খবর উঠে আসছে। যেখানে ৩৫,০০০ শূন্যপদে শুধুমাত্র HS পাশ যোগ্যতায় বিপুল সংখ্যক কর্মী নিয়োগ করতে চলছে RRB (Railway Recruitment Board)। তাই আপনি যদি রেলের এই NTPC চাকরির জন্য অপেক্ষা করে আছেন তাহলে আমাদের প্রতিবেদনটি শেষ অব্দি পড়ুন।

 

• পদের নাম: এখানে রেলের NTPC পদ গুলো হচ্ছ।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

• Trains Clerk

• Commercial cum Ticket Clerk

• Goods Clerk

• Senior Commercial cum Ticket Clerk

• Commercial Apprentice

• Station Master সহ আরও বিভিন্ন।

 

• শূন্যপদ সংখ্যা: সব মিলিয়ে এখানে প্রায় শূন্যপদ সংখ্যা রয়েছে ৩৫,০০০ এর মধ্যে।

• মাসিক বেতন: যারা রেলের NTPC এর মাধ্যমে উল্লেখিত পদ গুলোতে চাকরি পাবেন তাদের মাসিক বেতন ১৯,০০০/- টাকা ৩৬,০০০/- টাকা দেওয়া হবে।

NTPC salary structure 2024

 

• শিক্ষাগত যোগ্যতা: অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী চাকরি-প্রার্থীরা এখানে ন্যূনতম উচ্চমাধ্যমিক পাশ অথবা গ্রাজুয়েশন পাশ থাকলেই তারা আবেদনের যোগ্য।

• বয়সসীমা: চাকরিপ্রার্থীদের অবশ্যই বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে এখানে। তবে ST/SC/OBC প্রার্থীরা বয়সের ক্ষেত্রে ছাড় থাকতে।

 

• নিয়োগ প্রক্রিয়া: এখানে প্রার্থীদের প্রথম ধাপে কম্পিউটার ভিত্তিক বিভিন্ন পরীক্ষা (CBT), দ্বিতীয় ধাপে ডকুমেন্টস ভেরিফিকেশন এবং তৃতীয় ধাপে মেডিকেল টেস্টের পর চাকরিতে নিয়োগ করা হবে।

• আবেদন মূল্য: ST/SC/ PWD women – ২৫০/- টাকা এবং এবং বাকিদের ৫০০/ টাকা মূল্যে দিতে হবে।

• আবেদন পদ্ধতি এবং শেষ তারিখ: আগ্রহী চাকরি-প্রার্থীদের জানানো যাচ্ছে যে রেলের এই NTPC ভ্যাকেন্সি জুলাই ২০২৪ এর শেষের দিকে অথবা সেপ্টেম্বর মাসের মধ্যবর্তী সময়ে RRB তরফ থেকে এই ভ্যাকেন্সি বের করা হতে পারে। ভ্যাকেন্সি বের করা হলে সেই আপডেট RRB এর অফিসিয়াল বিজ্ঞপ্তিতে অথবা আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন।

আরও পড়ুন: UCO ব্যাংকে অজস্র শূন্য পদে কর্মী নিয়োগ। শেষ তারিখ ১৬ জুলাই, ২০২৪ তারিখ।

INDIA DAY30 Telegram

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment