Saturday, September 7, 2024

HS পাশে চাকরি, রাজ্যে অঙ্গনওয়াড়ি ও অঙ্গনওয়াড়ি সহায়তা পদে বিপুল কর্মী নিয়োগ! জানুন আবেদন পদ্ধতি

আমাদের রাজ্যের যেসমস্ত মহিলা চাকরিপ্রার্থী অঙ্গনওয়ারি কর্মী এবং অঙ্গনওয়ারি সহায়িকা পদে চাকরি করতে চান, তাদের জন্যেই আজকের এই চাকরির খবর।। সম্প্রতি,জেলার প্রতিটি গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রচুর সংখ্যক শূন্যপদে অঙ্গনওয়ারি কর্মী এবং অঙ্গনওয়ারি সহায়িকা নিয়োগ নিয়ে সরকার বিজ্ঞপ্তি জারি করেছে। এবার এই নিয়োগ সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং আবেদন পদ্ধতি নিম্নে উল্লেখ করা হলো।

 

▪ পদের নাম: অঙ্গনওয়ারি কর্মী এবং অঙ্গনওয়ারি সহায়িকা।

▪ শূন্যপদ: জেলার সমস্ত গ্রাম পঞ্চায়েত এলাকা মিলিয়ে এবার প্রায় ২৫০ টির বেশি শূন্যপদে চাকরি দেওয়া হবে।।


WhatsApp Group Join Now
Telegram Group Join Now

▪ সর্বনিম্ন এবং সর্বোচ্চ বয়স: উক্ত পদে আবেদন করার জন্য প্রার্থীদের সর্বনিম্ন বয়স হতে হবে ১৮ বছর এবং সর্বোচ্চ বয়স হতে হবে ৩৫ বছর। এছাড়াও সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন।

 

▪ শিক্ষাগত যোগ্যত: অঙ্গনওয়ারি কর্মী এবং অঙ্গনওয়ারি সহায়িকা উভয় পদের মধ্যে যেকোনো একটি পদে আবেদন করার জন্য প্রার্থীকে অন্ততপক্ষে উচ্চমাধ্যমিক ( HS)  পাশ হতে হবে।

 

মাসিক বেতন: সকল ভাতা মিলিয়ে অঙ্গনওয়ারি কর্মী এবং অঙ্গনওয়ারি সহায়িকা হিসাবে ৪৫০০ টাকা বেতন দেওয়া হবে।।

▪ আবেদন পদ্ধতি: যোগ্য প্রার্থীদের অফলাইনে আবেদন করতে হবে। অফলাইনে আবেদন করার জন্য-

) প্রথমে নিচে দেওয়া ‘Download Application Form’ অপশনে ক্লিক করুন।

২) আবেদনপত্র ডাউনলোড করে সেটার প্রিন্ট আউট বের করে নিন।

) এরপর সেটা সঠিকভাবে পূরণ করুন।

) পূরণ করা হয়ে গেলে সেটা নির্দিষ্ট সময়ের মধ্যে, গুরুত্বপূর্ণ নথিপত্র সহ মূখবন্ধ খামে ভরে, উক্ত ঠিকানায় পৌঁছে দিতে হবে।

) ডাকযোগে, ই-মেইল মারফৎ বা অন্য কোনো ভাবে কোনো আবেদন পত্র প্রেরণ করিলে তা বাতিল বলে গণ্য হবে।

কারা আবেদন করতে পারবেন?: অঙ্গনওয়াড়ি কর্মী পদের জন্য যে সমস্ত প্রার্থীরা আবেদন করবেন তাদের অবশ্যই সংশ্লিষ্ট ব্লক ও পঞ্চায়েত সমিতির স্থায়ী বাসিন্দা হতে হবে।

আবেদনপত্র জমা করার ঠিকানা: ছাতনা, সি.পি.ডি.ও অফিস, ছাতনা, বাঁকুড়া ‌

আবেদন করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট: আধার কার্ড, ভোটার আইডি কার্ড, উচ্চমাধ্যমিক পাশের সার্টিফিকেট, ১ কপি পাসপোর্ট সাইজের ছবি এবং বয়সের প্রমাণপত্র

আবেদন করার শেষ তারিখ: ১৮ ই সেপ্টেম্বর ২০২৪।

• আবেদন ফর্ম: ডাউনলোড করুন।

অফিসিয়াল বিজ্ঞপ্তি: ডাউনলোড করুন।

INDIA DAY30 Telegram

আপনার জন্য
WhatsApp Logo