Saturday, September 7, 2024

রাজ্যের পৌরসভায় গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ, মাধ্যমিক পাশ যোগ্যতা! জেনে নিন আবেদন পদ্ধতি

শুধুমাত্র মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতায় এবং প্রচুর সংখ্যক শূন্য পদে চাকরি খালি রয়েছে মিউনিসিপাল কর্পোরেশন বা পৌরসভায়। এবার কোথায়,কোন পদে নিয়োগ করা হবে, কী যোগ্যতা লাগবে, মাসিক বেতন কত হবে এবং কিভাবে আবেদন করতে হবে সেটাই জানতে পারবেন আজকের এই প্রতিবেদনে।।

 

কোন পদে নিয়োগ করা হবে: পৌরসভায় Horonary Health Worker পদে নিয়োগ করা হবে।

▪ শূন্যপদ সংখ্যা:  অনারারি হেলথ ওয়ার্কার পদের জন্য ৩৫টি শূন্যপদ খালি রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা: শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বলা হয়েছে, প্রার্থীকে অন্ততপক্ষে অবশ্যই মাধ্যমিক পাস হতে হবে। চাইলে উচ্চ শিক্ষিতেরাও আবেদন করতে পারেন।শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি আবেদনকারীকে অবশ্যই সামাজিক কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

 

▪ মাসিক বেতন: এখানে বলা হয়েছে যাদের নিয়োগ করা হবে তাদের প্রতি মাসে সম্মানি হিসেবে ৪,৫০০ টাকা দেওয়া হবে।।

সর্বনিম্ন এবং সর্বোচ্চ বয়স: SC/ST & OBC প্রার্থীদের আবেদন করার ক্ষেত্রে সর্বনিম্ন বয়স হতে হবে ২২ বছর এবং সর্বোচ্চ বয়স হতে হবে ৪০ বছর। বাকি প্রার্থীদের বয়স হতে হবে ৩০ থেকে ৪০ বছর।

 

কারা আবেদন করতে পারবে: এক্ষেত্রে শুধুমাত্র শিলিগুড়ি পৌরসভার বাসিন্দা এবং বিবাহিত, বিধবা বা ডিভোর্সি মহিলারাই আবেদন করতে পারবেন।

আবেদন পদ্ধতি: যোগ্য এবং ইচ্ছুক প্রার্থীদের আবেদন করতে হবে অফলাইনে। অফলাইন আবেদন করার জন্য আপনাকে প্রথমত অফিসিয়াল বিজ্ঞপ্তির শেষ পেজ থেকে আবেদন পত্র ডাউনলোড করে সেটার প্রিন্ট আউট (Print out) বের করতে হবে। এরপর সেটা  শিলিগুড়ি পৌরসভার অফিসে গিয়ে জমা দিয়ে আসতে হবে। আবেদনপত্র জমা করা ঠিকানা নিচে দেওয়া হল।

▪ নিয়োগ প্রক্রিয়া: শুধুমাত্র ইন্টারভিউ ভিত্তিতে এখানে প্রার্থী নিয়োগ করা হবে

আবেদন করার শেষ তারিখ: ২৬ জুলাই, ২০২৪।

আবেদনপত্র জমা করার ঠিকানা: To The Commissioner, Siliguri Municipal Corporation, Baghajatin Road, Siliguri – 734001

অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন।

Telegram channel joining logo

আপনার জন্য
WhatsApp Logo