অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সাইন্স (AIIMS) কল্যাণীতে প্রচুর টাকা মাসিক বেতনের চাকরি খালি রয়েছে। যারা আমাদের রাজ্যে সরকারি চাকরির খোঁজ রয়েছেন,তাদের সকলকে অনুরোধ এই চাকরির খবরটির সম্পূর্ণ পড়ে দেখুন এবং পদ, পদের মাসিক বেতন,আবেদন করার জন্য প্রয়োজনীয় যোগ্যতা এবং আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জেনে নিন।
▪ পদের নাম এবং শূন্যপদঃ কল্যাণী ‘AIIMS’এ দুই ধরনের পদের নিয়োগ করা হবে। প্রথমত প্রজেক্ট রিসার্চ সায়েন্টিস্ট এবং দ্বিতীয়ত প্রোযেক্ট নার্স। উভয় পদের জন্যই একটি একটি করে মোট দুটি শূন্যপদ খালী রয়েছে।
▪ সর্বনিম্ন এবং সর্বোচ্চ বয়স: বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদন করার জন্য প্রার্থীদের সর্বনিম্ন বয়স হতে হবে ১৮ বছর এবং সর্বোচ্চ বয়স হতে হবে ৩৫ বছর।
▪ মাসিক বেতন: প্রজেক্ট রিসার্চ সায়েন্টিস্ট পদে চাকরি পেলে আপনার মাসিক বেতন হবে ৫৬ হাজার টাকা এবং প্রজেক্ট নার্স পদে চাকরি পেলে আপনার মাসে বেতন হবে ২৮ হাজার টাকা।
▪ শিক্ষাগত যোগ্যতা:
প্রজেক্ট রিসার্চ সায়েন্টিস্ট পদে আবেদন করার জন্য বলা হয়েছে আজ যে প্রার্থী নিম্নলিখিত যোগ্যতা থাকতে হবে। যথা-
1st class Post Graduate Degree, including the integrated PG degree in
Biostatistics/Statistics. অথবা
2nd class Post Graduate Degree, including the integrated PG degree with
Ph.D. in Biostatistics/Statistics.
অন্যদিকে প্রজেক্ট নার্স হিসেবে চাকরি করতে চাইলে আপনার নার্সিং কোর্স করা থাকতে হবে অথবা নার্সিং কোর্সের ফাইনাল ইয়ারে থাকলেও আবেদন করা যাবে।
▪ আবেদন পদ্ধতি: অফিশিয়াল বিজ্ঞপ্তির শেষের দিকে একটি আবেদন পত্র রয়েছে। সেই আবেদন পত্রটির প্রিন্ট আউট বের করে সেটা সঠিকভাবে পূরণ করতে হবে। এরপর পূরণ করা আবেদন পত্রটি নিচে দেওয়া ইমেইল ঠিকানা পাঠিয়ে দিতে হবে।
▪ আবেদন করা শেষ তারিখ: 30/07/2024
• আবেদন পাঠানোর ইমেইল: vineetstats@gmail.com
• অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন।