Saturday, September 7, 2024

মাসিক ৩৯,০০০ টাকা বেতন, রাজ্যে ফুড ইন্সপেক্টর ও সেফটি অফিসার পদে নিয়োগ! জানুন আবেদন পদ্ধতি

রাজ্যের মিউনিসিপাল কর্পোরেশন থেকে বেশ কিছু শূন্য পদে ‘ফুড ইন্সপেক্টর’ এবং ‘ফুড সেফটি অফিসার’ নিয়োগ করা হবে বলে জানা গেছে। যারা এই দুটি পদের মধ্যে কোন একটি পদে চাকরি করতে ইচ্ছুক, তাদের সকলকে অনুরোধ সম্পূর্ণ চাকরির খবরটি পড়ে দেখুন।।

 

পদের নাম এবং শূন্যপদঃ মিউনিসিপাল কর্পোরেশন থেকে ফুড ইন্সপেক্টর এবং ফুড সেফটি অফিসার পদে নিয়োগ হবে এবং এই দুটি পদের জন্য মোট ৩টি শূন্য পদ খালি রয়েছে।

সর্বনিম্ন এবং সর্বোচ্চ বয়স: উপরে উল্লেখিত যে কোনো একটি পদে আবেদন করার জন্য প্রার্থীদের সর্বনিম্ন বয়স হতে হবে ১৮ বছর এবং সর্বোচ্চ ৩৯ বছর বয়সে আবেদন করা যাবে।

▪ মাসিক বেতন: ফুড ইন্সপেক্টর বা ফুট সেফটি অফিসার পদে চাকরি পেলে আপনার সর্বনিম্ন মাসিক বেতন হবে ৩৯ হাজার ৯০০ টাকা এবং সর্বোচ্চ বেতন হতে পারে ১ লক্ষ ২৬ হাজার টাকা।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

নিয়োগ প্রক্রিয়া: আবেদনকারী প্রার্থীদের একটি ৪০০ নম্বরের লিখিত পরীক্ষা দিতে হবে। সেখানে ২০০ টি MCQ প্রশ্ন পাবেন যেটা করার জন্য আপনাকে সময় দেওয়া হবে একশো কুড়ি মিনিট।

 

আবেদন করতে কী কী নথিপত্র প্রয়োজন?

) আধার কার্ড

) ভোটার কার্ড

) বার্থ সার্টিফিকেট

) রঙিন পাসপোর্ট সাইজ ফটো

) আপনার সমস্ত শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র এবং অন্যান্য কিছু নথিপত্র।

 

শিক্ষাগত যোগ্যতা: যোগ্যতার ক্ষেত্রে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে প্রার্থীদের অন্ততপক্ষে ‘Food Technology or Dairy Technology or Bio Technology or Agricultural Science or Veterinary Science or Bio Chemistry or Microbiology’তে অন্ততপক্ষে স্নাতক পাস যোগ্যতা থাকতে হবে। অথবা Chemistry তে M.A বা Medicine’র উপর কোনো ডিগ্রী থাকতে হবে।

আবেদন পদ্ধতি: প্রার্থীদের অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করার জন্য আপনাদের প্রথমত ‘gpsc-ojas.gujarat.gov.in/ ওয়েবসাইট ভিজিট করে রেজিস্ট্রেশন করে নিতে হবে। রেজিস্ট্রেশন করার পর আপনারা নিচেদেওয়া লিংকে ক্লিক করে সরাসরি আবেদন করার পেজে পৌঁছে সেখানে ধাপে ধাপে অনলাইন আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন।

Food safety inspector

আবেদন করুন: Apply Now

অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন

আবেদনের শেষ তারিখ: এখানে  জুলাই মাসের ২২ তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন।

INDIA DAY30 Telegram

আপনার জন্য
WhatsApp Logo