জেলার ভূমি সংস্কার দপ্তরে কোনো রকম কোনো লিখিত পরীক্ষা ছাড়াই,বেশ কিছু শূন্য পদে ডেটা এন্ট্রি অপারেটর (WB Data Entry Operator) নিয়োগ করা হবে। এবার যারা ডেটা এন্ট্রি অপারেটর পদে চাকরি করতে চান, তাদের সকলকে অনুরোধ আজকের চাকরির খবরটি সম্পূর্ণ পড়ে দেখুন।।
▪ পদের নাম: ডেটা এন্ট্রি অপারেটর (Data Entry Operator)
▪ শূন্যপদ: জেলার ভূমি সংস্কার দপ্তরে ১২জন ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ করা হবে।
▪ সর্বনিম্ন এবং সর্বোচ্চ বয়স: উক্ত পদে আবেদন করার জন্য প্রার্থীদের সর্বনিম্ন বয়স হতে হবে ২১ বছর এবং সর্বোচ্চ বয়স হতে হবে ৪৫ বছর।
▪ মাসিক বেতন: অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী ডেটা এন্ট্রি অপারেটর পদে চাকরি পেলে আপনাকে মাসিক ১১,০০০ টাকা বেতন দেওয়া হবে।।
▪ শিক্ষাগত যোগ্যতা কী লাগবে?: আবেদন করার জন্য প্রার্থীকে অন্ততপক্ষে গ্রাজুয়েশন পাশ হতে হবে এর সাথে MS word এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন এর উপর সাধারণ ধারণা থাকতে হবে।
▪ আবেদন পদ্ধতি: যোগ্য প্রার্থীদের অফলাইনে আবেদন করতে হবে। অফলাইনে আবেদন করার জন্য অফিশিয়াল বিজ্ঞপ্তি থেকে ফর্ম ডাউনলোড করে নিচে দেওয়া ঠিকানায় পোস্ট অফিস অথবা পায়ে হেঁটে গিয়ে আবেদন পত্রটি পৌঁছে দিতে হবে।
▪ আবেদন করা শেষ তারিখ: ৯/০৮/২০২৪ তারিখ।
অন্যান্য বিষয়:
১) আবেদনকারী প্রার্থীকে অবশ্যই দক্ষিণ দিনাজপুরের স্থায়ী বাসিন্দা হতে হবে।
২) প্রার্থীদের কিন্তু এখানে তিন বছরের জন্য চুক্তিভিত্তিকভাবে নিয়োগ করা হবে।।
▪ আবেদনপত্র জমা করার ঠিকানা: To The Additional District Magistrate, District Land and Land Reforms Officer Dakshin Dinajpur, Balurgthat.
আরও পড়ুন: অম্বুজা সিমেন্ট কোম্পানিটা প্রচুর কর্মী নিয়োগ। বেতন ২৫,০০০/- টাকা।
▪ অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন।