Saturday, December 21, 2024

বেতন ৩২,৩৫০ টাকা, 1284 টি শূন্যপদে BOI ব্যাংকে ক্লার্ক পদে কর্মী নিয়োগ! জানুন আবেদন পদ্ধতি

যারা ব্যাংকিং সেক্টরে নিজের কেরিয়ার তৈরি করতে চান তাদের জন্য সুখবর। কারণ দেশের অন্যতম একটি জনপ্রিয় BOI ( Bank of India) তে ক্লার্ক পদে পদে কর্মী নিয়োগ হবে।‌ তাই এখানে কি কি শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন, মাসিক বেতন কতো, শূন্যপদ সংখ্যা কতো রয়েছে? এই সমস্ত বিস্তারিত তথ্য জানার জন্য আমাদের আজকের এই বিশেষ প্রতিবেদনটি শেষ অব্দি পড়ার অনুরোধ রইল।

 

• পদের নাম: এখানে BOI Bank এর পদের নামটি হচ্ছে ক্লার্ক পদ ( BOI clerk post recruitment)

• শূন্যপদ: উক্ত পদের জন্য এখানে শূন্যপদ সংখ্যা রয়েছে ১২৮৪ টি শূন্যপদ। যার মধ্যে পশ্চিমবঙ্গে শূন্যপদের সংখ্যা ৩৮ টি এবং আসমে শূন্যপদ সংখ্যা ৪ টি।

IBPS clerk vacancy details

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

• শিক্ষাগত যোগ্যতা: BOI Bank এর উক্ত পদের জন্য আবেদন করতে হলে চাকরি-প্রার্থীদের ন্যূনতম যে কোন স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন পাশ চাওয়া হয়েছে।

• মাসিক বেতন: এখানে মাসিক বেতন ২৮,০০০/ টাকা থেকে ৩২,৩৫০/- টাকা দেওয়া হবে।

 

বয়সসীমা: অবশ্যই এখানে বয়সসীমা ২০-২৮ বছরের মধ্যে হতে প্রার্থীদের। এছাড়াও ST/SC/OBC প্রার্থীরা এখানে ৩-৫ বছরের বয়সের ছাড় পাবেন।

• নিয়োগ বিজ্ঞপ্তি: BOI Bank এর ক্লার্ক পদে নিয়োগ মূলত IBPS পরীক্ষার মাধ্যমে হবে। এরজন্য প্রার্থীদের প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা এবং দ্বিতীয়ত মেইন দিতে উত্তীর্ণ হতে হবে। এরপর ইন্টারভিউ এর মাধ্যমে প্রার্থী নিয়োগ হবে।

IBPS clerk exam date

• কি এই IBPS পরীক্ষা?: IBPS এর ফুল ফর্ম হচ্ছে Institute of Banking Personnel Selection। মূলত দেশের বিভিন্ন ব্যাংক একত্রে এই IBPS পরীক্ষার মাধ্যমে তাদের কর্মী নিয়োগ করে থাকে। জানিয়ে রাখি যে এই IBPS পরীক্ষার মাধ্যমে Bob, Central Bank of India, Indian Bank, Punjab National Bank সহ আরও প্রমুখ ব্যাংকে কর্মী নিয়োগ করা হবে।

• আবেদন মূল্য: এখানে আবেদন মূল্য বাবদ ST/SC দের ৪৫০/- টাকা এবং General/OBC/ EWS প্রার্থীদের ৭৫০/- টাকা ধার্য করা হয়েছে।

• আবেদন পদ্ধতি এবং শেষ তারিখ: আগ্রহী ও ইচ্ছুক চাকরি-প্রার্থীদের নিচে দেওয়া Apply Now অপশন ক্লিক করে অনলাইনে নিজের আবেদন ফরম পূরণ করতে হবে। এরজন্য উক্ত ওয়েবসাইটে নতুন হলে নিজকে রেজিস্ট্রেশন করে নিতে হবে সেখানে।

• আবেদন করার শেষ তারিখ: ২১ জুলাই, ২০২৪।

• অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন।

• আবেদন করুন: Apply Now

• আবেদন পদ্ধতি দেখে নিন: (YouTube video)

আরও পড়ুন: উচ্চমাধ্যমিক পাশে ভারতীয় রেলে ৩৫,০০০ শূন্যপদে কর্মী নিয়োগ।

INDIA DAY30 Telegram

আপনার জন্য
WhatsApp Logo