Thursday, October 31, 2024

প্রশিক্ষণ দিয়ে চাকরি, HS পাশে Ambuja Cement কোম্পানিতে প্রচুর কর্মী নিয়োগ, বেতন ২৫,০০০/- টাকা

পশ্চিমবঙ্গ সরকারের যুবশ্রী প্রকল্পের (Yuvashree Prakalpo) এর মাধ্যমে প্রশিক্ষণ নিয়ে চাকরির সুযোগ। সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকারের employment Bank এ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে Ambuja Cement এর তরফ থেকে প্রচুর শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যেখানে HS পাশে প্রশিক্ষণের পর মিলবে গ্যারান্টি সহ চাকরি। তাই বিস্তারিত জানতে আমাদের এই প্রতিবেদনটি শেষ অব্দি পড়ুন।

 

• কোম্পানির নাম: Ambuja Cement foundation।

• পদের নাম: এখানে যে পদে কর্মী নিয়োগ হবে তার নাম হচ্ছে Customer Care Executive এবং Automotive Sales Executive।

• শূন্যপদ: দুটি পদ মিলিয়ে এখানে মোট শূন্যপদ সংখ্যা রয়েছে ৮০ টির মতো।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

• শিক্ষাগত যোগ্যতা: উল্লেখিত দুটি পদে শিক্ষাগত যোগ্যতা HS/ graduation অথবা post graduation degree থাকলেই আবেদন করা যাবে।

 

• বয়সসীমা: অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে চাকরি-প্রার্থীদের এখানে বয়স হতে হবে ১৮ থেকে ২৮ বছরের মধ্যে।

• মাসিক বেতন: প্রশিক্ষণ শেষে Automotive Sales Executive পদের মাসিক বেতন ২৫,০০০/- এবং Customer Care Executive পদের বেতন ১৭,০০০/- টাকা দেওয়া হবে (আনুমানিক তথ্য)।

• নিয়োগ স্থান: প্রশিক্ষণ শেষে চাকরি-প্রার্থীদের Ambuja Cement এর পশ্চিমবঙ্গের বিভিন্ন অফিস অথবা কলকাতাতে পোস্টিং হতে পারে।

• আবেদন পদ্ধতি এবং শেষ তারিখ: আগ্রহী চাকরি-প্রার্থীদের নিচে দেওয়া Apply Now অপশনে ক্লিক করে অনলাইনে নিজের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে এরপর সংস্থার তরফ থেকে তাদের সাথে যোগাযোগ করা হবে।

• কোর্স ফি: অফিসিয়াল তথ্য অনুসারে এখানে কোর্স ফি ১,৫০০/- টাকা রাখা হয়েছে। ৩ তিন মাসের ট্রেনিং শেষে চাকরিতে প্লেসমেন্ট সহ NSDC সার্টিফিকেট প্রদান করা হবে প্রার্থীদের।

Ambuja Cement training fees

• আবেদন করার শেষ তারিখ: ১৫/০৮/২০২৪।

• উল্লেখ্য যে: আমরা এই তথ্য পশ্চিমবঙ্গ সরকারের যুবশ্রী প্রকল্পের আওতায় থাকা employment Bank পোর্টাল থেকে পেয়েছি। যেখানে রাজ্য সরকার পশ্চিমবঙ্গের ছাত্র-ছাত্রীদের প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে তাদের চাকরিতে নিয়োগ দিয়ে থাকে। তাই আবেদন করার পূর্বে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে দেওয়া সংস্থার ফোন নাম্বারে ফোন করে বিস্তারিত তথ্য জেনে নেবেন।

• আবেদন করুন: Apply Now

অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন।

• ফোন নম্বর: 8420420097 (Sandipan Ghosh)

আরও পড়ুন: মাধ্যমিক পাশে লিখিত পরীক্ষা ছাড়াই পোস্ট অফিসে ৩০,০০০ কর্মী নিয়োগ।

INDIA DAY30 Telegram

আপনার জন্য
WhatsApp Logo