Bureau of Indian Standards (BIS) থেকে রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরে Young Professionals পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।। এই পদের মাসিক বেতন, আবেদনের যোগ্যতা, বয়সসীমা এই সকল বিষয়-ই জানতে পারবেন আজকের এই প্রতিবেদনে।
▪ পদের নাম এবং শূন্যপদ: কলকাতা, গৌহাটি,পাটনা জামশেদপুর, ভুবনেশ্বর এবং রায়পুর ব্রাঞ্চে মোট চারটি শূন্য পদে Young Professionals নিয়োগ হবে।
▪ মাসিক বেতন: অফিশিয়াল বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইয়ং প্রোফেশনাল পদে চাকরি পেলে আপনার মাসিক বেতন দেওয়া হবে ৭০,০০০ টাকা।
▪ শিক্ষাগত যোগ্যতা: যোগ্যতার ক্ষেত্রে প্রথম শর্ত দেওয়া হয়েছে- প্রথমত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অন্ততপক্ষে ৬০ শতাংশ নম্বর নিয়ে পাস করতে হবে। তবে দ্বিতীয়তঃ শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে ডিপ্লোমার কথা উল্লেখ করা হয়েছে। অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে যোগ্যতার বিষয়টা ভালো করে দেখতে পারেন।
▪ বয়সসীমা: আবেদনের ক্ষেত্রে প্রার্থীদের সর্বনিম্ন বয়সসীমা বলা হয়েছে ১৮ বছর এবং যাদের বর্তমান বয়স সর্বোচ্চ ৩৫ শুধুমাত্র তারাই আবেদন করতে পারবেন।
▪ নিয়োগ প্রক্রিয়া:নিয়োগের ক্ষেত্রে কোনো লিখিত পরীক্ষা নেওয়া হবেনা। শুধুমাত্র ইন্টারভিউ এর ভিত্তিতে নিয়োগ করা হবে।
▪ আবেদন প্রক্রিয়া: ইচ্ছুক এবং প্রার্থীদের ‘https://www.bis.gov.in/ অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করে অনলাইনে আবেদন করতে হবে। অফিসিয়াল বিজ্ঞপ্তিতে আবেদনের শুরুর এবং শেষ তারিখ উল্লেখ করা হয়নি তাই আপনি যখন খুশি আবেদন করতে পারেন।
▪ আবেদন করার জন্য প্রয়োজনীয় নথিপত্র: আবেদন করার ক্ষেত্রে আপনার অবশ্যই একটি পাসপোর্ট সাইজ ফটো, আধার কার্ড, ভোটার কার্ড এবং বয়সের প্রমাণপত্র হিসেবে আরো কিছু নথিপত্র প্রয়োজন হবে।
অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন
আবেদন করুন: Apply Now
আরও পড়ুন: Flipkart অফিসে কর্মী নিয়োগ, যোগ্যতা মাধ্যমিক পাস।