সম্প্রতি UIDAI থেকে নতুন করে আধার অপারেটর পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যারা বাড়িতে বসেই কাজ (Work from home Job) করে প্রতি মাসে ভালো টাকা রোজগার করতে চান,তাদের জন্য এটা একটা ভালো সুযোগ। আধার অপারেটর পদে আবেদনের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন এবং আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানতে,এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ে দেখুন।।
▪ পদের নাম: এখানে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার ( UIDAI) এর পদের নাম হচ্ছে Aadhar operator।
▪ যারা আবেদন করতে পারবেন: অন্যান্য রাজ্য সহ পশ্চিমবঙ্গের মোট ২৩ জেলার সকল ছেলে এবং মেয়ে উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবে।
▪ শিক্ষাগত যোগ্যতা: আধার অপারেটর পদে আবেদন করার জন্য প্রার্থীকে অন্ততপক্ষে মাধ্যমিক/ উচ্চ মাধ্যমিক পাস হতে হবে এছাড়াও গ্রাজুয়েশন পাশ চাকরিপ্রার্থীরাও এখানে আবেদন করতে পারবেন।
▪ মাসিক বেতন: আধার অপারেটর পদে চাকরি পেলে আপনাকে প্রতিমাসে বেতন হবে ২৫ থেকে ৩০ হাজার টাকা।
▪ বয়সসীমা: আবেদনকারী প্রার্থীর সর্বনিম্ন বয়স হতে হবে ১৮ বছর। এছাও সর্বোচ্চ যেকোনো বয়সে আবেদন করতে পারেন চাকরিপ্রার্থীরা।
▪ আবেদন পদ্ধতি: যোগ্য প্রার্থীদের কী করে আবেদন করতে হবে সেই সম্পর্কে যাবতীয় তথ্য অফিশিয়াল বিজ্ঞপ্তিতে দেওয়া হয়েছে। আবেদনের পূর্বে বিজ্ঞপ্তি অবশ্যই ভালো করে পড়ে নেবেন। উক্ত পদে আবেদন করার জন্য আপনাকে ‘UIDAI’র অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে। এছাড়াও নিচে Apply Now অপশনে ক্লিক করো আবেদন করা যাবে। সেখানে ক্লিক করে রেজিস্ট্রেশন এবং দ্বিতীয় ধাপের লগইন করে তারপর সেখানে উক্ত পদের জন্য আবেদন করতে করতে হবে আপনাকে। অথবা আপনি বাড়িতে বসে কিংবা নিকটবর্তী সাইবার ক্যাফে থেকেও আধার অফিসে উক্ত পদের জন্য আবেদন করতে পারেন।
▪ নিয়োগ প্রক্রিয়া: জানিয়ে রাখি এটি একটি UIDAI এর Aadhar Operator Program 2024, এখানে প্রার্থীদের প্রথমে ট্রেনিং দেওয়া হবে এরপর ট্রেনিংয়ে পাশ করলে একটি লিখিত পরীক্ষা এবং এরপর আপনাকে আধারের উক্ত পদে নিয়োগ করা হবে।
আবেদন করুন: Apply Now
• অফিসিয়াল বিজ্ঞপ্তি: ডাউনলোড করুন।
•আবেদন পদ্ধতি দেখুন: ( YouTube video)
আরও পড়ুন: সেন্ট্রাল ব্যাঙ্কে অজস্র শূন্য পদে কর্মী নিয়োগ, যোগ্যতা মাধ্যমিক পাস।