Saturday, December 21, 2024

মাধ্যমিক পাশ যোগ্যতা! ৮,৩২৬টি শূন্যপদে MTS ও হাবিলদার পদে কর্মী নিয়োগ! বেতন ২২,০০০/- টাকা

SSC তথা staff selection commission এর তরফ থেকে একটি বিরাট খুশির খবর উঠে এসেছে রাজ্যের চাকরি-প্রার্থীদের জন্য। আর তা হচ্ছে সম্প্রতি SSC এর তরফ থেকে MTS ও হাবিলদার পদে বিপুল আকারে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যেখানে শূন্যপদ সংখ্যা রয়েছে ৮,৩২৬ টি। শুধু তাই নয় চাকরি-প্রার্থীরা ন্যূনতম মাধ্যমিক পাশ সার্টিফিকেট থাকলেই হাবিলদার ও MTS পদে আবেদন করতে পারবেন। চলুন জেনে নিই বিস্তারিত।

 

পদের নাম:

১). হাবিলদার

).  MTS (Multi Tasking Staff) পদ

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

• শূন্যপদ: এখানে MTS এ শূন্যপদ – ৪,৮৮৭ টি। এবং হাবিলদার এ শূন্যপদ ৩,৪৩৯ টি। মোট শূন্যপদ ৮,৩২৬টি।

• শিক্ষাগত যোগ্যতা: দুটি পদের জন্যই চাকরি-প্রার্থীদের ন্যূনতম মাধ্যমিক পাশ সার্টিফিকেট থাকতে হবে।

• মাসিক বেতন: MTS ও হাবিলদার পদের মাসিক বেতন ১৮,০০০ টাকা থেকে ২২,০০০ টাকা দেওয়া হবে‌।

• বয়সসীমা: ৩১/০৬/২০২৪ অনুযায়ী হাবিলদার পদে বয়স ১৮ থেকে ২৭ বছর। এবং MTS পদের বয়স ১৮ থেকে ২৫ বছর হতে হবে। এছাড়াও ST/SC/OBC প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।

SSC MTS and Havildar Age Limit

• আবেদন পদ্ধতি এবং শেষ তারিখ: ইচ্ছুক ও আগ্রহী চাকরিপ্রার্থীদের নিচে দেওয়া Apply Now অপশনে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য দিয়ে ফর্ম পূরণ করতে হবে। তবে যাদের ফরম পূরণ করতে সমস্যা হবে তারা যে কোন কম্পিউটারের দোকানে গিয়ে ক্যাফে থেকে ফরমটি পূরণ করে নিতে পারবেন

• পরীক্ষা কেন্দ্র: West Bengal ( পশ্চিমবঙ্গের বাসিন্দা হলে)

SSC exam location

• আবেদন মূল্য: OBC – ১০০/- টাকা। (অন্যদের লাগবে না)।

• আবেদন করার শেষ তারিখ: ৩১/০৭/২০২৪।

SSC MTS and habilder

অফিসিয়াল বিজ্ঞপ্তি: ডাউনলোড করুন।

•আবেদন করুন: Apply Now

আরও পড়ুন: ভারতীয় আর্মিতে রান্নার কাজে কর্মী নিয়োগ। 

INDIA DAY30 Telegram

 

আপনার জন্য
WhatsApp Logo