Monday, July 1, 2024

১৭৭২৭ টি শূন্যপদ, SSC এর মাধ্যমে দেশ জুড়ে গ্রুপ সি এবং গ্রুপ বি পদে প্রচুর কর্মী নিয়োগ, জানুন আবেদন পদ্ধতি

রাজ্যের যে সমস্ত চাকরি-প্রার্থীরা দীর্ঘদিন ধরে একটি মোটা টাকা বেতনের সরকারি চাকরির অপেক্ষায় ছিলেন তাদের জন্য খুশির খবর। সম্প্রতি SSC ( Staff selection commission) ১৭,৭২৩ টি শূন্যপদে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করেছে। যেখানে আমাদের রাজ্য তথা দেশের বিভিন্ন প্রান্ত থেকে চাকরিপ্রার্থীর আবেদন করতে পারবেন। চলুন জেনে নিই বিস্তারিত।

 

• পদের নাম: এখানে SSC বিভিন্ন পদে গ্রুপ-সি এবং গ্রুপ-বি পদে কর্মী নিয়োগ করেছে। যেমন: Accountant, Tax Assistant, Sub Inspector, Junior Statistical Officer, Assistant Section officer সহ আরও বিভিন্ন।

• মাসিক বেতন: SSC এর গ্রুপ-বি পদের জন্য মাসিক বেতন নির্ধারণ করা হয়েছে ৪৪,৯০০/- টাকা থেকে ১,৪২,৪০০/- টাকা পর্যন্ত। অন্যদিকে গ্রুপ সি পদে মাসিক বেতন ২৯,২০০ টাকা থেকে ৯৩,৩০০ টাকা দেওয়া হবে।

• শিক্ষাগত যোগ্যতা: আগ্রহী চাকরির প্রার্থীদের যে কোন স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস হলেই SSC এর এই গ্রুপ সি এবং গ্রুপ ডি পদের জন্য আবেদন করতে পারবেন।

 

• বয়সসীমা: SSC এর তরফ থেকে প্রতিটা পদের জন্যই বয়সসীমা এখানে ভিন্ন ভিন্ন চাওয়া হয়েছে। তবে চাকরিপ্রার্থীদের বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হলেই আবেদন করা যাবে।

• আবেদন পদ্ধতি এবং শেষ তারিখ: ইচ্ছুক চাকরি প্রার্থীদের SSC এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে। এছাড়াও নিচে দেওয়া Apply Now অপশনে ক্লিকেও আবেদন করা যাবে। উক্ত ওয়েবসাইটে ঢুকে প্রথমে নিজেকে রেজিস্ট্রেশন করে নিতে হবে এরপর ফরম পূরণ করতে হবে।

• আবেদন করার শেষ তারিখ: ২৫/০৭/২০২৪ তারিখ।

SSC notification

• আবেদন মূল্য: সকল শ্রেণীর প্রার্থীদের জন্য ১০০/- টাকা।

•পরীক্ষার সময়: সেপ্টেম্বর/অক্টোবর মাসে পিলি এবং ডিসেম্বর মাসে মেন্স পরীক্ষা হতে পারে।

অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন

আবেদন করুন: Apply Now

আরও পড়ুন: রাজ্য জেলা আদালতে পিয়ন পদে কর্মী নিয়োগ।

Telegram channel joining logo

আপনার জন্য
WhatsApp Logo