চাকরিপ্রার্থীদের জন্য দারুন খবর। বিশেষ করে যারা ব্যাংকে চাকরি করতে চান তাদের দুর্দান্ত এক চাকরির ভেকেন্সি জারি করেছে SBI (স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া)। যেখানে যোগ্যতা চাওয়া হয়েছে শুধুমাত্র মাধ্যমিক পাশ। তাই আপনি যদি একজন চাকরিপ্রার্থী হয়ে থাকেন আজকের এই প্রতিবেদনটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এখানে বিস্তারিত সবকিছু আলোচনা আলোচনা করা হবে আপনি কিভাবে আবেদন করবেন।
• পদের নাম: এখানে SBI এর উক্ত পদটির নাম হচ্ছে insurance advisor।
• যোগ্যতা: এই পদে আবেদন করার জন্য চাকরি-প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে মাধ্যমিক বা তার সমতুল্য পাশ।
• বয়স: এখানে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স হতে হবে সর্বনিম্ন ১৮ বছর। তবে বয়সের কোনো উর্ধ্বসীমা নেই এখানে।
• কাজের ধরন: ওয়ার্ক ফর্ম হোম জব/ আবার ওয়ার্ক ফর্ম অফিসও হতে পারে
• বেতন: অফিসিয়াল তথ্য অনুযায়ী এখানে SBI এর বেতন স্কেল অনুযায়ী মাসিক বেতন দেওয়া হবে।
• আবেদন পদ্ধতি এবং শেষ তারিখ: আগ্রহী প্রার্থীদের নিচে দেওয়া apply Now অপশনে ক্লিক করে অনলাইনে নিজের আবেদন ফরমটি পূরণ করে submit করতে হবে। এরপর SBI এর তরফ থেকে আপনার সাথে যোগাযোগ করবে তাঁরা।
• নিয়োগ প্রক্রিয়া: কোন রকম কোন লিখিত পরীক্ষা নেওয়া হবে না এখানে। শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে SBI এর তরফ থেকে।
• আবেদন করার শেষ তারিখ: যত তাড়াতাড়ি সম্ভব।
• আবেদন করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট: আধার কার্ড, ১ কপি পাসপোর্ট সাইজের ছবি, নিজের CV এবং মাধ্যমিক পাস সর্টিফিকেট।
• আবেদন করুন: Apply Now