Saturday, December 21, 2024

ওয়ার্ক ফ্রম হোম জব! Paytm ইন্ডিয়াতে অজস্র শূন্য পদে কর্মী নিয়োগ! মাসিক বেতন ৫০,০০০/- টাকা

যারা ঘরে বসে চাকরি করতে চান ( Work from home) তাদের জন্য সুখবর। কারণ ভারতের অন্যতম একটি মাল্টিন্যাশনাল ফাইনান্স কোম্পানি Paytm তাদের ওয়ার্ক ফর্ম হোম জবের জন্য কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যেখানে কম শিক্ষাগত যোগ্যতায় মাসিক মোটা টাকা বেতনে কর্মী নিয়োগ করছে পেটিএম। তাই আপনি যদি এই ব্যাপারে আগ্রহী হয়ে থাকেন তাহলে শেষ পর্যন্ত পড়ুন আমাদের এই প্রতিবেদনটি।

 

•পদের নাম: এখানে পেটিএম যে পদটিতে কর্মী নিয়োগ করছে তার Business Development Consultant

 

• মাসিক বেতন: এখানে যারা চাকরি পাবেন তাদের মাসিক বেতন প্রতিমাসে আনুমানিক ৩০,০০০/- থেকে ৫০,০০০/- টাকা করে দেওয়া হবে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

• শিক্ষাগত যোগ্যতা: যারা Paytm এর উক্ত পদে আবেদন করতে চান তাদের শিক্ষাগত যোগ্যতা Paytm এর তরফ থেকে চাওয়া হয়েছে যেকোনো স্বীকৃতি প্রাপ্ত বিশ্ববিদ্যালয়/ কলেজ থেকে শুধুমাত্র গ্রাজুয়েশন ডিগ্রি।

 

বয়সসীমা: এখানে যারা যারা আবেদন করতে চান তাহলে বয়স Paytm এর তরফ থেকে উল্লেখ করা হয়নি। যদি ১৮ বছরের উর্ধ্বে এবং ৬০ বছরের নিচে থাকা প্রার্থীরা সবাই এখানে আবেদন করতে পারবেন।

কাজের ধরন: Paytm এর Business Development Consultant পদটি সম্পূর্ণরূপে ওয়ার্ক ফ্রম কম জব। এর জন্য আপনার বাড়িতে অবশ্যই ভালো ইন্টারনেট সংযোগ এবং একটি কম্পিউটার অথবা ল্যাপটপ থাকতে হবে। সেই সাথে আপনার কমিউনিকেশন স্কিল অবশ্যই ভালো হতে হবে। এছাড়াও বাকি সমস্ত কিছু Paytm এর উক্ত পদে shortlist হবার পর email মারফত আপনি এই তথ্য পেয়ে যাবেন

আবেদন পদ্ধতি এবং শেষ তারিখ: ইচ্ছুক চাকরি প্রার্থীদের নিচে দেওয়া Apply Now অপশনে ক্লিক প্রয়োজনীয় তথ্য দিয়ে এবং একটি CV আপলোড করে নিজেদের আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

• নিয়োগ প্রক্রিয়া: 

১). Shortlist

2). HR round interview

3.) selection process

• আবেদন করার শেষ তারিখ: যত তাড়াতাড়ি সম্ভব (ASAP)

• আবেদন করুন: Apply Now

• আরও পড়ুন: অ্যামাজনের ওয়ার্ক ফ্রম জবে কর্মী নিয়োগ, যোগ্যতা 12th পাশ।

Telegram channel joining logo

আপনার জন্য
WhatsApp Logo