কর্মখালি রয়েছে পেটিএমে (Paytm Job Recruitment 2024) কোম্পানিতে। নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পেটিএমের অফিসিয়াল ওয়েবসাইট থেকে। কম শিক্ষাগত যোগ্যতায় অথচ খুবই উচ্চ বেতনের পদে চাকরি করার সুযোগ রয়েছে আপনার হাতেও। পদের নাম, আবেদনের যোগ্যতা, মাসিক বেতন সহ অন্যান্য সকল গুরুত্বপূর্ণ বিষয় জানানো আজকের এই প্রতিবেদনে।
▪ পদের নাম: Paytm এ নতুন করে ফিল্ড সেলস সুপারহিরো পদে নিয়োগ করা হবে। এই পদের বিভিন্ন ধরনের কাজ রয়েছে। অফিশিয়াল ওয়েবসাইট থেকে সেই সমস্ত দায়িত্ব ভালো করে পড়ে এবং বুঝে নিতে পারেন।
▪ মাসিক বেতন: পদের বেতন সরাসরি উল্লেখ না করা হলেও, অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী উক্ত পদে চাকরি করেও আপনি প্রতিমাসে ১৫,০০০ থেকে সর্বোচ্চ ৬০,০০০ পযর্ন্ত রোজগার করতে পারবেন।
▪ শিক্ষাগতমযোগ্যতা: আবেদনের যোগ্যতা হিসাবে বলা হয়েছে আপনি সর্বনিম্ন মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতাতেও আবেদন করতে পারবেন। এছাড়াও উচ্চমাধ্যমিক পাস এবং স্নাতক পাস প্রার্থীরাও চাইলে আবেদন করতে পারেন।
▪ বয়সসীমা: আবেদনের ক্ষেত্রে প্রার্থীদের বয়সের কোনো বাধাধরা নেই। প্রার্থীরা সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ যেকোনো বয়সে আবেদন করতে পারবেন।
▪ নিয়োগ প্রক্রিয়া:নিয়োগের ক্ষেত্রে কোনো লিখিতপরীক্ষা নেওয়া হবেনা। শুধুমাত্র ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্টের ভিত্তিতে প্রার্থী নিয়োগ করা হবে।
▪ আবেদন প্রক্রিয়া: এখানে আবেদন পদ্ধতি খুবই সহজ। ইচ্ছুক প্রার্থীদের নিচে দেওয়া Apply Now অপশনে লিঙ্কে ক্লিক করে এরপর একটু সবার শেষের দিকে, google docs-এর ফর্মে সঠিক তথ্য সাবমিট করে অনলাইনে আবেদন করতে পারেন।
আবেদন করুন: Apply Now
আরও পড়ুন: ১৭,০০০ টাকা বেতনে রাজ্যে জেলা আদালতে পিয়ন পদে কর্মী নিয়োগ