যাদের শিক্ষাগত যোগ্যতা কম রয়েছে কিন্তু স্বপ্ন রয়েছে বড়ো কোনো একটা চাকরি করার যেখানে না থাকবে কঠিন কাজ আর থাকবে অতিরিক্ত কাজের চাপ, কিন্তু বেতন হবে খুব বেশি- তাদের জন্য আজকে রয়েছে একটা দারুণ চাকরির খবর।। কলকাতা এয়ারপোর্ট রয়েছে কম শিক্ষাগত যোগ্যতায় ভালো বেতনের দারুন চাকরি।। কলকাতা এয়ারপোর্টের চাকরি (Kolkata airport Job Recruitment ) সম্পর্কেই জানাবো আজকের এই প্রতিবেদনে।।
▪ পদের নাম: কলকাতা এয়ারপোর্টে গ্রাউন্ড স্টাফ পদে কর্ম খালি রয়েছে। যেমন প্যাসেঞ্জারদের স্বাগত জানানো, তাদের প্রশ্নের উওর দেওয়া, ব্যাগ চেক করা, অনলাইন / অফলাইন টিকেট সেল করা ইত্যাদি।।
▪ মাসিক বেতন: সাধারণত কলকাতায় এয়ারপোর্টে জুনিয়র গ্রাউন্ড স্টাফ হিসেবে সর্বনিম্ন মাসিক বেতন দেওয়া হয় ২১ হাজার টাকা এবং সর্বোচ্চ মাসিক বেতন পাবেন ৩২ হাজার টাকা।
▪ যোগ্যতা: ভারতের যেকোনো একটি স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং স্নাতক পাস করলেই আপনি গ্রাউন্ড স্টাফ পদেত জন্য আবেদন করতে পারেন।
▪ বয়সসীমা: যাদের বতর্মান সর্বনিম্ন বয়স ১৮ বছর এবং যাদের বতর্মান সর্বোচ্চ বয়স ২৭ বছর-সেই সমস্ত প্রার্থীরাই আবেদন করতে পারবেন।
▪ নিয়োগ প্রক্রিয়া: নিয়োগের ক্ষেত্রে কোনো লিখিত পরীক্ষা নেওয়া হবেনা। শুধুমাত্র ইন্টারভিউ এবং পার্সোনালিটি টেস্টের ভিত্তিতে নিয়োগ করা হবে।
▪ আবেদন প্রক্রিয়া: প্রার্থীদের অবশ্যই অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করে অনলাইনে আবেদন করতে হবে। তবে আবেদন করার পূর্বে ওয়েবসাইটে নিজেকে রেজিস্ট্রেশন/ অ্যাকাউন্ট খুলে নিতে হবে , এরপর apply Now অপশনে ক্লিক করে আবেদন করতে হবে।
আবেদন করার শেষ তারিখ: যত তাড়াতাড়ি সম্ভব আবেদন করতে হবে ( ASAP)।
আবেদন করুন: Apply Now