যারা ভালো কোন বেসরকারি কোম্পানিতে ভালো বেতনের চাকরি খুঁজছেন খুঁজছেন তাদের জন্য সুখবর। সম্প্রতি বার্ষিক ৫ লাখ টাকা বেতনে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রিলায়েন্স জিও তাও আবার ওয়ার্ক ফ্রম হোম জব (Reliance jio work from home job)। তাই আপনি যদি এই বিষয়ে আগ্রহী হয়ে থাকেন প্রতিবেদনটি শেষ শব্দে পড়ুন।
• পদের নাম: এখানে রিলায়েন্স জিওর পদের নামটি হচ্ছে Business Development Associate।
• বেতন: এখানে যারা চাকরি পাবেন তাদের বেতন অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী বছরে ৫ লাখ টাকা দেওয়া হবে।
• শূন্যপদ: জিওর তরফ থেকে এখানে শূন্য সংখ্যা প্রকাশ করা হয়নি।
• শিক্ষাগত যোগ্যতা: আগ্রহী চাকরি প্রার্থীরা দেশের যেকোনো স্বীকৃতি প্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম গ্র্যাজুয়েশন পাশ হলেই রিলায়েন্স জিওর উল্লেখ্য পদটির জন্য আবেদন করতে পারবেন।
• বয়সসীমা: এখানে আবেদন করার জন্য চাকরি-প্রার্থীদের বয়স হতে হবে সর্বনিম্ন ১৮ বছর। যদি বয়সের কোনো উত্তর সীমা নেই এখানে।
• চাকরি ধরন: রিলায়েন্স জিওর Business Development Associate পদটি হচ্ছে ওয়ার্ক ফ্রম হোম জব এবং Full time জব।
• আবেদন পদ্ধতি এবং শেষ তারিখ: ইচ্ছুক চাকরি প্রার্থীদের নিচে দেওয়া Apply Now অপশনে ক্লিক অনলাইনে নিজের আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
• প্রয়োজনীয় ডকুমেন্ট: আধার কার্ড, ভোটার আইডি কার্ড, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট এবং নিজের একটি CV/biodata.
• বিঃদ্রঃ জানিয়ে রাখি যে জিও এর তরফ থেকে Business Development Associate পদের বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। যদি আপনি দেখেন যে ওয়েবসাইটে আবেদন করার অপশনটি দেখাচ্ছেনা তাহলে এর জন্য আপনাকে কিছু সময় অপেক্ষা করতে হবে। এটি জিওর ওয়েবসাইটের সমস্যা হতে পারে।
আবেদন করুন: Apply Now
আবেদন করার শেষ তারিখ: ১০/০৮/২০২৪ তারিখ হলেও এখনো আবেদন করা যাচ্ছে
আরও পড়ুন: দেশ জুড়ে LIC তে কর্মী নিয়োগ, বেতন ৩২,০০০/- টাকা।