Sunday, December 22, 2024

মাধ্যমিক পাশ হলেই চাকরি, ভারতীয় রেলে ১১০৪ টি শূন্যপদে Apprentice নিয়োগ! জেনে নিন আবেদন পদ্ধতি

ভারতীয় রেলের তরফ থেকে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে অ্যাপ্রেন্টিস পদের জন্য (Indian Railway Apprentice recruitment2024)। যেখানে শূন্যপদ সংখ্যা বলা হয়েছে ১১০৪টি। অন্যদিকে রাজ্যের যে সমস্ত চাকরিপ্রার্থীদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ তারা এখানে আবেদন করতে পারবেন। তাই আপনার যদি স্বপ্ন হয়ে থাকে ভারতীয় রেলের চাকরি করার এই প্রতিবেদনটি থেকে বিস্তারিত সমস্ত তথ্য জেনে নিন।

 

• পদের নাম: ভারতীয় রেলের এখানে পদের নামটি হচ্ছে অ্যাপ্রেন্টিস (Apprentice)।

Indian Railway Apprentice recruitment

• শূন্যপদ: রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী এখানে প্রায় শূন্যপদ সংখ্যা রয়েছে ১১০৪টি।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

• শিক্ষাগত যোগ্যতা: অ্যাপ্রেন্টিস পদে আবেদন করার জন্য রেলের তরফ থেকে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে ন্যূনতম মাধ্যমিক পাশ সেই সাথে প্রার্থীদের অবশ্যই ITI সার্টিফিকেট থাকতে হবে।

• মাসিক বেতন: রেলের বেতন কাঠামো অনুযায়ী এই অ্যাপ্রেন্টিস পদের মাসিক বেতন প্রদান করা হবে বলে জানা গিয়েছে।

 

• বয়সসীমা: এখানে যাদের বয়স ১৫ থেকে ২৪ বছর তারা আবেদন করতে পারবেন। এছাড়াও ST/SC/OBC প্রার্থীরা বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন।

• নিয়োগ প্রক্রিয়া: অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই অ্যাপ্রেন্টিস পদে কর্মী নিয়োগ করবে রেল। ইন্টারভিউ এবং দশম শ্রেণীর প্রাপ্ত নম্বর ও ITI এর নম্বরের ভিত্তিতে প্রার্থী নিয়োগ করা হবে এখানে।

• আবেদন পদ্ধতি এবং শেষ তারিখ: ইচ্ছুক ও যোগ্য চাকরি-প্রার্থীদের আগামী ১১ জুলাই, ২০২৪ তারিখের মধ্যে নর্থ ইস্টার্ন রেলের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। এছাড়াও নিচে দেওয়া Apply Now অপশনে ক্লিক করে আবেদন জানাতে পারবেন চাকরি-প্রার্থীরা।

আবেদন করুন: Apply Now

অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন।

আরও পড়ুন: এয়ারপোর্টে গ্রাউন্ড স্টাফ পদে ফের কর্মী নিয়োগ, যোগ্যতা উচ্চমাধ্যমিক পাশ।

Telegram channel joining logo

আপনার জন্য
WhatsApp Logo