Sunday, January 12, 2025

মাসিকের বেতন ১৯,০০০ টাকা, মাধ্যমিক পাশে ডাক বিভাগ গ্রুপ সি পদে কর্মী নিয়োগ! জানুন আবেদন পদ্ধতি

ভারতীয় ডাক বিভাগের (India Post Recruitment 2024) তরফ থেকে গ্রুপ সি পদের কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তাই যারা দীর্ঘদিন যাবত একটি সরকারি চাকরির খোঁজে চলেছেন এটা তাদের জন্য একটি সুবর্ণ সুযোগ। এখানে সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক ( 10th pass qualification) পাশ হলেই চাকরিপ্রার্থীরা আবেদন জানাতে পারবেন। চলুন জেনে নিই বিস্তারিত তথ্য।

• পদের নাম এবং শূন্যপদ: এখানে পদের নাম গ্রুপ সি পদ (staff car driver)। শূন্যপদ সংখ্যা রয়েছে ৭ টি।

• যোগ্যতা: চাকরিপ্রার্থীরা নূন্যতম শিক্ষাগত যোগ্যতা যে কোন স্বীকৃতিপ্রাপ্ত বোর্ড থেকে মাধ্যমিক পাশ হলেই এখানে আবেদন জানাতে পারবেন। সেই সাথে প্রার্থীদের গাড়ি চালানোর জানতে হবে থাকবে হবে তাদের ড্রাইভিং লাইসেন্স।

• মাসিক বেতন: পোস্ট অফিসের ড্রাইভার পদে যারা চাকরি পাবেন তাদের প্রতিমাসে বেতন দেয়া হবে ১৯,৯০০/- টাকা থেকে ৬৩,২০০/- টাকা।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

• বয়সসীমা: পোষ্ট অফিসের ড্রাইভার পদের জন্য আবেদন জানাতে হলে চাকরিপ্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে।

• নিয়োগ স্থান: পোষ্ট অফিসের ড্রাইভার পদের জন্য এখানে শূন্যপদ সংখ্যা রয়েছে ৫ টি। চাকরিপ্রার্থীদের দেখে নিন কোথায় কোথায় এই নিয়োগ হবে।

India Post group C

 

• আবেদন পদ্ধতি এবং শেষ তারিখ: চাকরিপ্রার্থীদের এখানে আবেদন জানানোর জন্য শেষ তারিখ হচ্ছে ৩১/৭/২০২৪।  এই তারিখের মধ্যে নিচে দেওয়া ঠিকানায় পোস্ট অফিসের মাধ্যমে একটি A4 পেজে নিজের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স অর্থাৎ নিজ হাতে একটি বায়োডাটা তৈরি করে তা পাঠিয়ে দিতে হবে।

•আবেদন মূল্য: এখানে আবেদন করার জন্য কোন আবেদন মূল্য দিতে হবে চাকরি-প্রার্থীদের।

• নিয়োগ প্রক্রিয়া: চাকরিপ্রার্থীরা এখানে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী করা হবে।

• আবেদন করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট: আধার কার্ড, ভোটার আইডি কার্ড, মাধ্যমিক পাশ সার্টিফিকেট, ড্রাইভিং লাইসেন্স এবং ১ কপি পাসপোর্ট সাইজের ছবি যা এ সমস্ত কিছু  self attested করে হাতে তৈরি বায়োডাটার সঙ্গে তা উক্ত ঠিকানায় পোষ্ট অফিসের মাধ্যমে পাঠিয়ে দিতে হবে প্রার্থীদের।

• আবেদনপত্র পাঠানোর ঠিকানা: Assistant Director (Recruitment), Office of the Chief Postmaster General, Rajasthan Postal Circle, Jaipur-302007

অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন।

আরও পড়ুন: লিখিত পরীক্ষা ছাড়াই ব্যাঙ্ক অফ বরোদায় কর্মী নিয়োগ।

আপনার জন্য
WhatsApp Logo