উচ্চমাধ্যমিক পাশেই (12th pass job requirements) ব্যাংকে চাকরি। হ্যা ঠিকই শুনেছেন উচ্চমাধ্যমিক পাশে ICICI Bank এর তরফ থেকে বেশ কিছু পদে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তাই এই মুহূর্তে আপনার যদি একটি চাকরির খুব প্রয়োজন হয় অথবা আপনি যদি একটি চাকরির খোঁজে রয়েছেন তাহলে ICICI Bank এ আপনি চাকরির জন্য আবেদন করতে পারেন। বিস্তারিত জানাবো আজকের এই নতুন প্রতিবেদনে।
• পদের নাম: এখানে ICICI ব্যাংকের পদ গুলো হচ্ছে customer service officer, KYC verification post, Data entry operator সহ আরও বেশ কিছু পদ।
• মাসিক বেতন: উল্লেখ্য পদগুলোতে যারা চাকরি পাবেন তাদের প্রতি মাসে বেতন ১৮,০০০/- টাকা ২৫,০০০/- টাকা দেওয়া হবে।
• শিক্ষাগত যোগ্যতা: এখানে প্রতিটা পদের জন্যই শিক্ষাগত মানদণ্ডটা রাখা হয়েছে ন্যূনতম উচ্চমাধ্যমিক পাশ। এছাড়াও চাইলে কেউ গ্রাজুয়েশন পাশেও আবেদন করতে পারেন।
• বয়সসীমা: ১৮ থেকে ৩০ বছর বয়সী চাকরি প্রার্থীরাই কেবলমাত্র এখানে আবেদন করার জন্য যোগ্য।
• নিয়োগ প্রক্রিয়া: যারা ICICI এর উল্লেখ্য পদ গুলোতে যারা আবেদন করবেন তাদের কোনরকম কোন লিখিত পরীক্ষা ছাড়াই ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে।
• নিয়োগ স্থান: পশ্চিমবঙ্গ, কলকাতার ICICI ব্যাংকের বিভিন্ন ব্রাঞ্চ।
• আবেদন পদ্ধতি এবং শেষ তারিখ: আগ্রহী চাকরিপ্রার্থীদের ৩০/০৬/২০২৪ তারিখের মধ্যে নিচে দেওয়া ICICI ব্যাংকের HR ফোন নম্বরে ফোন করে অথবা WhatsApp এ নিজেদের সাম্প্রতিক CV এবং ১ কপি ছবি পাঠিয়ে আবেদন করতে হবে।
আবেদন মূল্য: এখানে আবেদন করার জন্য কোন প্রকার কোন আবেদন মূল্য দিতে হবে না প্রার্থীদের।
HR mobile/WhatsApp number: 8240250192
অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন।
আরও পড়ুন: উচ্চমাধ্যমিক পাশে ওয়ার্ক ফর্ম হোম জব, বেতন ৪০,০০০ টাকা।