মিনিস্ট্রি অফ রেলওয়েসের আন্ডারে ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে প্রচুর সংখ্যক পদে অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে। কত সংখ্যক শূন্য পদে নিয়োগ হবে কি শিক্ষাগত যোগ্যতায় আবেদন করা যাবে বয়স কত হতে হবে এবং সেই সঙ্গে কবে কিভাবে আবেদন করতে হবে এই সকল বিষয়ে জানতে পারবেন আজকের এই প্রতিবেদনে।
• পদের নাম: এখানে পদ গুলোর হচ্ছে Fitter, Electrician, Carpenter, Mechanic, Welder এবং Painter Apprentice নিয়োগ করা হবে।
• শূন্যপদ সংখ্যা: অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী সবমিলিয়ে ১০১০ টি শূন্যপদে অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে রেলে।
• শিক্ষাগত যোগ্যতা: যে সমস্ত প্রার্থীরা মাধ্যমিকে এবং উচ্চ মাধ্যমিকের বিজ্ঞান বিভাগের সাবজেক্টগুলোতে অন্ততপক্ষে ৫০ শতাংশ নম্বর নিয়ে পাস করেছেন, শুধুমাত্র তারাই এক্ষেত্রে আবেদন করতে পারবেন।
•আআই কি লাগবে?: এখানে ITI এবং non ITI দুই রকম প্রার্থীরাই আবেদন করতে পারবেন না।
• বয়সসীমা: আবেদন করার জন্য প্রার্থীর সর্বনিম্ন বয়স হবে ১৮ বছর এবং সর্বোচ্চ বয়স হতে হবে ২৪ বছর। তবে এক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী ST/SC/OBC ক্যাটাগরির প্রার্থীদের ক্ষেত্রে বয়সের ছাড় থাকবে।
• আবেদন পদ্ধতি: যোগ্য প্রার্থীদের নিচে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে প্রথমে রেজিস্ট্রেশন করে এরপর অনলাইন আবেদনপত্র জমা করতে হবে। অথবা আপনারা নিজেদের নিকটবর্তী যেকোনো সাইবার ক্যাফে থেকে অনলাইন আবেদন করতে পারেন। তবে অনলাইন আবেদন করার পূর্বে অবশ্যই অফিশিয়াল বিজ্ঞপ্তি ভালো করে পড়ে নেবেন।।
• প্রয়োজনীয় ডকুমেন্ট: নিজের আধার কার্ড, ভোটার আইডি কার্ড, ১ কপি পাসপোর্ট সাইজের ছবি এবং শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট ( মাধ্যমিক/ উচ্চমাধ্যমিক)
• আবেদনের তারিখ: অ্যাপ্রেন্টিস নিয়োগের আবেদন শুরু হয়েছে মে মাসের ২২ তারিখ এবং এই আবেদন চলবে আগামী জুন মাসের ২১ তারিখ পর্যন্ত।
• আবেদন মূল্য: SC/ ST ক্যাটাগরির প্রার্থীদের আবেদন করতে কোন টাকা লাগবে না তবে বাকি প্রার্থীদের ১০০ টাকা করে আবেদন ফি লাগবে।
• নিয়োগ প্রক্রিয়া: প্রথমে লিখিত পরীক্ষা ;দ্বিতীয় ধাপে ডকুমেন্ট ভেরিফিকেশন এবং তৃতীয় ধাপে মেডিকেল টেস্টের মাধ্যমে নিয়োগ হবে।
অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন।
আবেদন করুন: Apply Now
আরও পড়ুন: কেন্দ্রীয় সংস্থা ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ, বেতন ২২,০০০ টাকা।