Sunday, December 22, 2024

শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ, অসংখ্য শূন্যপদে Flipkart অফিসে কর্মী নিয়োগ! জেনে নিন আবেদন পদ্ধতি

দেশের সবচেয়ে বড় ই-কমার্স ওয়েবসাইট ( e-commerce website) ফ্লিপকার্টে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে ন্যূনতম মাধ্যমিক পাস (10th pass qualification)। তাই আপনি যদি সেই সমস্ত মানুষদের মধ্যে হয়ে থাকেন যারা কিনা ভালো একটি কোম্পানিতে বেসরকারি চাকরি খুঁজছেন তাদের জন্য আমাদের এই প্রতিবেদনটি। চলুন এই বিষয়ে বিস্তারিত জেনে নেই।

 

• পদের নাম: এখানে Flipkart এর উক্ত পদের নামটি হচ্ছে Shop Assistant।

• শূন্যপদ সংখ্যা: বিজ্ঞপ্তিতে দেওয়া তথ্য অনুযায়ী এখানে শূন্যপদ সংখ্যা রয়েছে ৯০ টি।

Flipkart office shop assistant post

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

• শিক্ষাগত যোগ্যতা: Flipkart এর Shop Assistant পদের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে ন্যূনতম মাধ্যমিক পাশ বা তার উপরে হলেও চলবে।

• মাসিক বেতন: এখানে ইন্টারভিউয়ের উপর ভিত্তি করে মাসিক বেতন দেওয়া হবে। যা হবে তা হচ্ছে ১১,৫০০ থেকে ১২,৫০০ টাকা পর্যন্ত।

 

• বয়সসীমা: এখানে ন্যূনতম ১৮ বছর হলেই যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন। (নারী-পুরুষ) উভয়েই আবেদন করতে পারবেন।

• নিয়োগ স্থান: কলকাতা।

• আবেদন পদ্ধতি: Flipkart এর এই কর্ম বিজ্ঞপ্তিটি Jobhai.com এ প্রকাশিত হয়েছে। আগ্রহী চাকরিপ্রার্থীদের নিচে দেওয়া Apply Now অপশনে ক্লিক করে অনলাইনে নিজের আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এছাড়াও যদি কারো আবেদন করতে সমস্যা হয় তাহলে সে নিকটবর্তী সাইবার ক্যাফে তে গিয়েও আবেদন করতে পারেন।

• আবেদন করার শেষ তারিখ: যত তাড়াতাড়ি সম্ভব (ASAP)।

• নিয়োগ প্রক্রিয়া: এখানে HR এর মাধ্যমে প্রার্থীদের ইন্টারভিউয়ের পর চাকরিতে নিযুক্ত করা হবে।

• প্রয়োজনীয় ডকুমেন্টস: আধার কার্ড, ১ কপি পাসপোর্ট সাইজের ছবি, নিজের একটি CV তৈরি রাখতে হবে ইন্টারভিউ এর জন্য কল আসলে।

আবেদন করুন: Apply Now

আরও পড়ুন: কলকাতা এয়ারপোর্ট ground staff নিয়োগ

Telegram channel joining logo

আপনার জন্য
WhatsApp Logo